এই মুহূর্তে জেলা

ট্রেন যাত্রার আগে যাত্রীদের শরীরের তাপমাত্রা মাপার অত্যাধুনিক মেশিন বসল হাওড়া স্টেশনে।

হাওড়া, ৭ জুন:- ট্রেনযাত্রার আগে যাত্রীদের শরীরের তাপমাত্রা মাপার অত্যাধুনিক মেশিন বসল এবার হাওড়া স্টেশনে। সারা দেশ থেকে ধাপে ধাপে তুলে নেওয়া হচ্ছে লকডাউন। এরই প্রথম ধাপে আনলক-১ লাগু হয়েছে। চালু হয়েছে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন। এই ট্রেনে যাত্রা করার জন্যে এই করোনা আবহে কয়েকটি নতুন নিয়ম চালু করেছে রেলমন্ত্রক। এই নতুন নিয়মে ট্রেন ছাড়ার নির্ধারিত টাইমের ৯০ মিনিট আগে স্টেশনে পৌঁছাতে হবে যাত্রীদের। প্রত্যেক যাত্রীকে মাস্ক পরতে হবে। যাত্রীদের শরীরের তাপমাত্রা মাপা হবে। জ্বর থাকলে সেই যাত্রীকে যাত্রা করতে দেবেনা রেল কর্তৃপক্ষ।

এইসব কাজ যেসব রেলকর্মী করবেন তাঁদেরকে করোনা সংক্রমণের হাত থেকে বাঁচতেই এবার হাওড়া স্টেশনে হিউম্যান বডি টেম্পরেচার স্ক্রীনিং সিস্টেম বসালো পূর্ব রেলের হাওড়া ডিভিশন। শনিবার পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয় পুরানো ক্যাবওয়েতে ঢোকার মুখে এবং ৯,১০ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার মুখে এই থার্মোগ্রাফিক বুলেট ক্যামেরা মেশিন লাগানো হয়েছে। এই স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে ৪০মিটার দূর থেকেই যাত্রীদের শরীরের তাপমাত্রা মাপা যাবে। শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হলে অ্যালার্ম বাজিয়ে সতর্ক করবে মেশিনটি। এছাড়াও যাত্রীর মুখে মাস্ক আছে কিনা তাও নিশ্চিত করবে। যাত্রীর ছবির সঙ্গে তার যাবতীয় তথ্য জমা হবে হার্ডডিস্কে। এই মেশিনের ফলে প্রত্যেক যাত্রীর যাবতীয় তথ্য জমা থাকবে রেলের কাছে।