মালদা, ৪ জুন:- সরকারি সমস্ত নিয়ম মেনে লকডাউনের প্রায় ৭৪ দিন পর রপ্তানি চালু হলো ভারতের দ্বিতীয় বৃহৎ মহদীপুর সীমান্ত দিয়ে বাণিজ্য। প্রশাসনের নির্দেশে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় রপ্তানি। ৫০ জন চালককে হোম কোয়ারেন্টিনে রাখা হবে বাংলাদেশে পণ্য নিয়ে যাওয়ার জন্য। ১৫ দিন ধরে লরিচালকরা বিভিন্ন পণ্য নিয়ে যাবে বাংলাদেশে। দ্বিতীয় ধাপে এই চালকরা থাকবে কোয়ারেন্টাইনে এবং অন্য চালকরা পণ্য নিয়ে যাবে বাংলাদেশে। তার পাশাপাশি পন্যবাহী লড়ি বাংলাদেশ যাওয়ার আগে স্যানিটাইজ করা হচ্ছে লরি। চালকদের থার্মাল গান দিয়ে শরীরের উষ্ণতা পরীক্ষা করে বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছে পন্যবাহী লড়ি। সীমান্ত দিয়ে পণ্য রপ্তানি শুরু হওয়ায় খুশির হাওয়া মহদিপুর সীমান্তে।
এই বিষয়ে মহদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ জানান, আজ প্রায় ৭৫ দিন পর চালু হল রপ্তানি। এর জন্য জেলা প্রশাসন এবং রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন তিনি। লকডাউনের জেরে কর্মহীন হয়ে পড়েছিলেন লড়ি চালক খালাসীরা। সমস্যায় পড়েছিলেন এক্সপোর্টাররা। তাদের মুখে হাসি ফুটিয়ে সরকারের নির্দেশ মতো আজ থেকে আনুষ্ঠানিক ভাবে চালু হলো রপ্তানি। এর জন্য আরো একবার জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান প্রসেনজিৎ বাবু। অন্যদিকে এই বিষয়ে সিএনএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক ভূপতি মন্ডল জানান, প্রায় ৭৪ দিন পর আজ থেকে রপ্তানি প্রক্রিয়া শুরু হওয়ায় প্রশাসনকে ধন্যবাদ জানান তিনি। অন্যদিকে এই বিষয়ে গৌড় মালদা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সমীর ঘোষও জেলাশাসক এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।