নদিয়া, ১ জুন:- বিজেপি সাংসদ কে রাস্তায় আটকে হেনস্থার অভিযোগ উঠল প্রশাসনের বিরুদ্ধে। সোমবার বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বাড়ি থেকে বের হলেই তাকে প্রায় এক ঘণ্টা রাস্তায় আটকে রাখে শান্তিপুর থানার পুলিশ। সূত্রের খবর, দিন কয়েক আগে জেলা স্বাস্থ্য দপ্তর এর তরফ থেকে রানাঘাটের সংসদ জগন্নাথ সরকার কে হোম কোয়ারেন্টাইনে থাকার নোটিশ জারি করা হয়। নোটিশে উল্লেখ করা হয় তিনি পরিযায়ী শ্রমিকদের সংস্পর্শে এসেছেন। সেই কারণেই তাকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন থাকার নির্দেশ।নদীয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার বলেন, তিনি যখননিজের পুকুরে মাছ মারা যাচ্ছে সেই খবর পেয়ে পুকুরে যাচ্ছিলেন তখনই তাকে। উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং রাজনৈতিক চক্রান্তেই আটকানো হয়।তিনি বলেন,স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে রাত তিনটের সময় আমার কাছে নোটিশ জারি করা হয়। সেই নোটিশ আমি গ্রহণ করিনি। তার কারণ আমি অন্য কারো সংস্পর্শে আসেনি। এই নোটিশ রাজনৈতিক চক্রান্ত জারি করা হয়েছে। জেলা স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসন শাসক দলের অঙ্গুলিহেলনে চলছে। তিনি আরো বলেন,যতক্ষণ না স্বাস্থ্য দপ্তর কি কারনে আমাকে হোম কোয়ারেন্টাইন এ থাকার নির্দেশ দিয়েছেন তার সুস্পষ্ট ব্যাখ্যা করেন ততক্ষণ আমি হোম কোয়ারেন্টাইন এ থাকব না।
Related Articles
কেন্দ্রীয় সরকারের অসহযোগিতায় তিন জেলায় গঙ্গা ভাঙ্গন ভয়াবহ আকার নিচ্ছে অভিযোগ মন্ত্রীর।
কলকাতা, ২২ নভেম্বর:- কেন্দ্রীয় সরকারের সহায়তা না মেলায় রাজ্যের তিন জেলায় গঙ্গা ভাঙ্গন ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে আজ তৃণমূল কংগ্রেস সদস্য সমীর কুমার জানার এক অতিরিক্ত প্রশ্নের জবাবে সেচ ও অভ্যন্তরীণ জলপথ মন্ত্রী পার্থ ভৌমিক জানান গঙ্গার ভাঙনের ফলে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ সহ ফারাক্কা ব্যারেজ সংলগ্ন বিভিন্ন এলাকা বিপর্যয়ের সম্মুখীন। মুর্শিদাবাদ, মালদা এবং […]
হাওড়ায় ট্রাফিক পুলিশের উদ্যোগে রাখীবন্ধন।
হাওড়া, ১৯ আগস্ট:- আজ রাখীবন্ধন উৎসব। এই উপলক্ষে সোমবার সকালে হাওড়া সিটি পুলিশের হাওড়া ট্রাফিক গার্ডের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পথচলতি সাধারণ মানুষের হাতে রাখী পরিয়ে সম্প্রীতি এবং সৌভ্রাতৃত্বের বার্তা দেওয়া হয় এদিন। হাওড়া ট্রাফিক গার্ডের ওসি সুকান্ত কর্মকার নিজে উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। সুকান্ত বাবু বলেন, হাওড়া সিটি পুলিশের সিভিক ভলেন্টিয়ার এবং […]
‘পাগলা’ কুকুরের পর এবার হনুমান। আতঙ্ক হাওড়ায়।
হাওড়া, ৯ ফেব্রুয়ারি:- পাগলা কুকুরের পর এবার হনুমানের আক্রমণে অতীষ্ট এলাকার মানুষ। হাওড়ার জগৎবল্লভপুর ও পার্শ্ববর্তী এলাকা আমতার বেশ কিছু গ্রামের মানুষ এখন কার্যত হনুমানের আতঙ্কে গৃহবন্দী। স্থানীয় সূত্রে জানা গেছে, গত সাত দিনে দুটি এলাকায় হনুমানের কামড়ে আক্রান্ত হয়েছেন কম করে ৩০ জন। জগৎবল্লভপুরের গোবিন্দপুর ও আমতা-১ গ্রাম পঞ্চায়েতের বালিচক, সাহাচক সহ একাধিক গ্রামে […]