নদিয়া, ১ জুন:- বিজেপি সাংসদ কে রাস্তায় আটকে হেনস্থার অভিযোগ উঠল প্রশাসনের বিরুদ্ধে। সোমবার বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বাড়ি থেকে বের হলেই তাকে প্রায় এক ঘণ্টা রাস্তায় আটকে রাখে শান্তিপুর থানার পুলিশ। সূত্রের খবর, দিন কয়েক আগে জেলা স্বাস্থ্য দপ্তর এর তরফ থেকে রানাঘাটের সংসদ জগন্নাথ সরকার কে হোম কোয়ারেন্টাইনে থাকার নোটিশ জারি করা হয়। নোটিশে উল্লেখ করা হয় তিনি পরিযায়ী শ্রমিকদের সংস্পর্শে এসেছেন। সেই কারণেই তাকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন থাকার নির্দেশ।নদীয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার বলেন, তিনি যখননিজের পুকুরে মাছ মারা যাচ্ছে সেই খবর পেয়ে পুকুরে যাচ্ছিলেন তখনই তাকে। উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং রাজনৈতিক চক্রান্তেই আটকানো হয়।তিনি বলেন,স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে রাত তিনটের সময় আমার কাছে নোটিশ জারি করা হয়। সেই নোটিশ আমি গ্রহণ করিনি। তার কারণ আমি অন্য কারো সংস্পর্শে আসেনি। এই নোটিশ রাজনৈতিক চক্রান্ত জারি করা হয়েছে। জেলা স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসন শাসক দলের অঙ্গুলিহেলনে চলছে। তিনি আরো বলেন,যতক্ষণ না স্বাস্থ্য দপ্তর কি কারনে আমাকে হোম কোয়ারেন্টাইন এ থাকার নির্দেশ দিয়েছেন তার সুস্পষ্ট ব্যাখ্যা করেন ততক্ষণ আমি হোম কোয়ারেন্টাইন এ থাকব না।
Related Articles
ঢাকে কাঠি পড়তে আর একমাস বাকি নেই। চুঁচুড়ার ত্রি-মাতৃ শক্তি সংঘের দূর্গ্গা আরাধনায় সাজো-সাজো রব।
সুদীপ দাস, ২০ সেপ্টেম্বর:- হুগলীর চুঁচুড়া কামারপাড়াতে ত্রি-মাতৃ শক্তি সংঘের পরিচালনায় উত্তরাঞ্চলের দুর্গাপূজা এবছর প্রাক রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করতে চলেছে। এবছরের থিম “এক চিলতে একটি ছোট্ট গ্রাম”। যেখানে শহরের রাস্তা-ঘাট সহ সমস্ত কিছুই কোলাহল মুখরিত হয়ে ভরে যাচ্ছে ইট বালি কাঠ কংক্রিটের বহুতল বাড়ির চাদরে, সেখানে বর্তমানের এই প্রজন্মকে গ্রামের শান্ত স্নিগ্ধ পরিবেশ কেমন […]
হরিদ্দার থেকে কৃষ্ণনগরে পৌঁছালো ১১৫০ জন যাত্রী নিয়ে শ্রমিক স্পেশাল ট্রেন।
নদীয়া,১৯ মে:- কিছু মানুষ অপেক্ষায় ছিলেন প্রয়োজনে দের বাড়ি ফেরার, অন্যদিকে বেশ কিছু সংখ্যক মানুষ আতঙ্কে ছিলেন তাদের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে। নদীয়ার কৃষ্ণনগর এলো পরিযায়ী শ্রমিক ট্রেন, পরিযায়ী শ্রমিকদের নিয়ে হরিদ্দার থেকে ট্রেন আসে। পুলিশের নিরাপত্তা ছিল আঁটোসাটো। নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয় সমগ্র স্টেশন। স্টেশনের আশে পাশে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। যাত্রীদের […]
তুফানগঞ্জে করোনা আক্রান্ত ব্যাক্তি বাড়িতেই থাকছেন, তার জেরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ ক্ষুব্ধ বাসিন্দাদের।
কোচবিহার, ২ মে:- করোনা পজেটিভ হওয়ার পরেও এলাকা থেকে আক্রান্তকে নিয়ে যাওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষভ দেখাল স্থানীয় বাসিন্দারা । মঙ্গলবার সকাল থেকে তুফানগঞ্জের ধলপল ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার তুফানগঞ্জ-আলিপুরদুয়ার রোডে ওই অবরোধ শুরু হয়। দীর্ঘ প্রায় আড়াই ঘণ্টা ধরে ওই অবরোধ চলায় ক্ষুব্ধ পথ চলতি মানুষের সাথে অবরোধকারীদের […]







