স্পোর্টস ডেস্ক, ৩১ মে:- অপ্রতিরোধ্য বায়ার্ন মিউনিখ। জার্মানির বুন্দেসলিগা দিয়েই ইউরোপে শুরু হয়েছে ফুটবল যজ্ঞ। আর করোনা আবহে ময়দানে ফিরেই দর্শকদের একের পর এক ম্যাচে চমক দেখাচ্ছে বায়ার্ন। লিগ শুরুর পর চার ম্যাচে বায়ার্ন এখনও পর্যন্ত ১৩টি গোল করেছে। ১৭ মে ইউনিয়ান বার্লিনের বিরুদ্ধে ২-০ গোলে বায়ার্ন ম্যাচ জেতে। এরপর ফ্র্যাঙ্কফুর্টের বিরুদ্ধ ৫-২ গোলে জয়। ডর্টমুন্ডের বিরুদ্ধে ১-০ জয় ও শনিবার ডুসেলডর্ফের বিরুদ্ধে ৫ গোলের বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিল বায়ার্ন।শনিবার ডুসেলডর্ফের বিরুদ্ধে বায়ার্নের স্ট্রাইকার রবার্ট লেয়নডস্কি জোড়া গোল করেন। বঁজামা পাভা ও অ্যালফোনসো ডেভিস একটি করে গোল করেন। বিপক্ষের মাথিয়াস জোরগেনসেনের সৌজন্যে একটি আত্মঘাতী গোল হয়। ৫ গোলে ম্যাচ জয়ের ফলে লিগ তালিকায় শীর্ষেই থাকল বায়ার্ন মিউনিখ। ২৯ ম্যাচ শেষে বায়ার্নের ঝুলিতে এখন ৬৭ পয়েন্ট। অন্যদিকে ২৮ ম্যাচ শেষে ডর্টমুন্ডের ঝুলিতে সেখানে ৫৭ পয়েন্ট। ১ ম্যাচ বেশি খেল ডর্টমুন্ডের থেকে ১০ পয়েন্টে এগিয়ে মিউনিখ।
Related Articles
গ্রীন জোন গুলিতে নিয়ম মেনে বাস পরিষেবা সহ কিছু পরিষেবাকে স্বাভাবিক করে তোলা হবে -মুখ্যমন্ত্রী।
নবান্ন,হাওড়া,২৯ এপ্রিল:- কোরোনা রুখতে লকডাউন জারি থাকলেও আগামী সোমবার থেকে আপাতত সঙ্কটমুক্ত বা গ্রীন জোন এলাকাগুলিকে রাজ্যসরকার আরও কিছু ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে। নবান্নে আজ করোনা মোকাবিলায় গঠিত মন্ত্রী গোষ্ঠীর সদস্যদের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সাংবাদিকদের বলেন, পরিস্থিতির এখনো উন্নতি না হওয়ায় মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত নিয়ম মেনেই চলতে হবে। তবে […]
ভাগ্যের সহায় চাইছেন মারিও , ইস্টবেঙ্গলের দুর্বল দিকেই আঘাত করতে চান ইয়ান ল।
অঞ্জন চট্টোপাধ্যায়,১২ ফেব্রুয়ারি:- দে কান্ ডু দিস। সকালে ইস্টবেঙ্গল অনুশীলনে ডাক না পেযে ক্ষোভে গজরাচ্ছেন মার্তি ক্রেসপি। ক্রেসপি বাদ। মার্তি কে ছেড়ে দিয়ে তার বদলি হিসেবে স্পেনিশ মিডফিল্ড এর ভিক্টর পেরে কে আনছেন মারিও। ২০১৮ আই এস এল এ বেঙ্গালুরু এফসির হয়ে একটি ম্যাচ খেলেছেন। তিনি স্পেনের বিভিন্ন ক্লাবএ তার খেলা পছন্দ হয়েছে সেকারণে আনা […]
“যে রাঁধে সে চুলও বাঁধে” এই আপ্তবাক্যটির বাস্তব রূপে দেখা গেল পশ্চিম মেদিনীপুরে বেলদার এক গৃহবধু প্রতিভা জানার ক্ষেত্রে।
পশ্চিম মেদিনীপুর৮ মার্চ:- “যে রাঁধে সে চুলও বাঁধে” এই আপ্তবাক্যটির বাস্তব রূপে দেখা গেল পশ্চিম মেদিনীপুরে বেলদার এক গৃহবধু প্রতিভা জানার ক্ষেত্রে ।শুধু নামেই প্রতিভা রয়েছে তা নয় ।বাস্তবেও তার প্রতিভা বিচ্ছুরিত এলাকায় ।বহু সংগ্রাম করে বর্তমানে তিনি নিজে স্বনির্ভর । তবে শুধু নিজের স্বনির্ভর হলে চলবে না এলাকার মেয়েদের স্বনির্ভর করে তুলতে হবে […]