এই মুহূর্তে জেলা

ঝড়ে গাছ পড়ে ক্ষয়ক্ষতি হাওড়ার বেলুড়েও।

 

হাওড়া , ২৮ মে:- আমফানে’র সাত দিন পর বুধবার সন্ধ্যার কালবৈশাখী ঝড়ে বেসামাল অবস্থা বেলুড়ের কিছু অংশে। আমফানে’র তান্ডব সয়ে নিলেও বুধবার কালবৈশাখী ঝড়ে সেখানে গাছ উপড়ে পড়ে। গাছ ভেঙে পড়ে পাশে থাকা বস্তিতে। প্রাণহানি না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বাড়ির চাল উড়ে যায়। উড়ে গেছে ঘরের জিনিসপত্র। কয়েক জায়গায় বিদ্যুতের স্তম্ভ পড়ে গেছে। গাছ পড়ে বিদ্যুৎহীন একটা বড় অংশ। উল্লেখ্য, বুধবার সন্ধ্যে থেকে ব্জ্র-বিদ্যুৎ সহ প্রবল কালবৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হয় হাওড়ায়। রাতের দিকে ঝোড়ো হাওয়া কমলেও বৃষ্টি হয়। আজ সকাল থেকেও একনাগাড়ে বৃষ্টি হয়। ঘূর্ণিঝড় আমফানে’র পর ফের আবহাওয়ার অবনতি হয়েছে। ঘূর্ণিঝড় আমফানে’র সাত দিন পর বুধবার সন্ধ্যায় কয়েক কিমি বেগে কালবৈশাখী ঝড় হয় হাওড়ায়। আর তাতেই বেলুড়ে গাছ পড়ে ক্ষয়ক্ষতি হয়। আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ।

There is no slider selected or the slider was deleted.