শুভজিৎ ঘোষ ,গোঘাট, ২৭ মে:- অবৈধ সম্পর্কের জেরে উত্তেজনা ভাঙচুর অগ্নিসংযোগ আরামবাগে আরামবাগ,এক মহিলার সাথে অবৈধ সম্পর্কের জেরে অগ্নিগর্ভ হয়ে উঠল গোটা এলাকা জুড়ে। এক যুবকের অবৈধ সম্পর্ক হাতেনাতে ধরে ফেলে এলাকার মানুষ। ওই যুবক নাকি স্থানীয় প্রধানের আত্মীয় বলে জানা গেছে। ফেরিঘাটের ডাক নিয়ে চালাত ওই যুবক। ঘাট এলাকায় তার টোল আদায়ের জায়গাতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। তারই সাথে ওই যুবকের মোটর বাইক আগুন লাগিয়ে দেয় স্থানীয়রা। পুলিশ ওই যুবককে আটক করেছে। ঘটনাটি ঘটেছে আরামবাগ কেশবপুর এলাকায়। জানা গেছে, ওই এলাকার নইম উদ্দিন হক নামে এক ব্যক্তি একটি বাঁকে ফেরিঘাট চালাতেন। এলাকায় তৃণমূলের প্রধানের আত্মীয় বলে পরিচিত ওই ব্যক্তি।ওই এলাকার এক মহিলার সাথে অবৈধ সম্পর্ক ছিল দীর্ঘদিন। ঘটনার সূত্রপাত, মঙ্গলবার রাতে ওই মহিলার বাড়িতে আসে নইম উদ্দিন হক। ওই সময় গ্রামের স্থানীয় বাসিন্দারা মহিলার বাড়িতেই তাকে হাতেনাতে ধরে ফেলে। এরপরই অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা এলাকায়। ওই ব্যক্তিকে মারধর করে । এরপরে ওই মহিলার বাড়ির সামনে স্থানীয় বাসিন্দারা ব্যাপক বিক্ষোভ দেখায়। স্থানীয় বাসিন্দাদের কথাই একই করোনাভাইরাস জেরে রেলকডাউন চলছে। বাইরের লোক এলাকায় ঢুকছে এই নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ভাঙচুর করা ভাই ফেরিঘাট তারি সাথে আগুন লাগিয়ে দেওয়া হয়।এরপরই নইমউদ্দিন হকের তার মোটরবাইকে আগুন ধরিয়ে দেয় স্থানীয় লোকজনরা। এরপরই এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে । গতকাল রাত থেকে বুধবার সকাল পর্যন্ত এলাকার রাস্তায় ব্যাপক বিক্ষোভ দেখায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় ও স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের জেরে অভিযুক্ত নইমউদ্দিন হক কে পুলিশ আটক করে। মলয়পুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহাআলম রফিক বলেন, যদি এইরকম জঘন্য কাজ করে থাকে তার শাস্তি হওয়া উচিত।অন্যায় কে প্রশ্রয় দেইনি । তবে বিরোধীরা এটা নিয়ে মে রাজনৈতিক করছে । এলাকায় একটা অশান্তির বাতাবরণ তৈরি করছে।
Related Articles
লোকাল ট্রেন পরিষেবা শুরু হতেই চেনা ভিড়ের ছবি ফিরে এলো প্রতি স্টেশনে।
কলকাতা , ১১ নভেম্বর:- দীর্ঘ সাড়ে সাত মাস পর লোকাল ট্রেন পরিষেবা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে চেনা ভিড়ে ছবিটাও অনেকটাই ফিরে এলো স্টেশন এবং ট্রেনের কামরায়। আশঙ্কার কথা টিকিট কাউন্টার বা প্লাটফর্মে সামাজিক দূরত্ব বৃদ্ধি গুরুত্ব পেলেও ট্রেনের কামরার ভেতরে তা কার্যত শিকে উঠছে। সকালের দিকে শিয়ালদা শাখার বিভিন্ন ট্রেনে স্বাভাবিকের তুলনায় ভিড় যথেষ্ট কম […]
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আবারও উত্তপ্ত গোঘাট।
গোঘাট , ২১ সেপ্টেম্বর:- আবারও তৃনমুলের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তল গোঘাট। একজন তৃনমুল কর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠলো দলেরই এক গোষ্ঠীর বিরুদ্ধে। অভিযোগ গোঘাটের পশ্চিমপাড়া অঞ্চলের তৃনমুল নেতা ফরিদ খানের অনুগামীরা নাকী নয়ন চ্যাটার্জী নামে এক তৃনমুল কর্মীকে মারধর করে।কয়েকদিন আগেও তাকে মারধর করা হয়েছিলো বলে অভিযোগ। আবারও একই লোককে মারধর করা কেন হলো তা […]
রাজ্যে ষষ্ঠ দফা নির্বাচনে ৪৩ আসনে ৩০৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
কলকাতা , ২০ এপ্রিল:- আগামী ২২ এপ্রিল রাজ্যে ষষ্ঠ দফা নির্বাচন অনুষ্ঠিত হবে। ঐ দিন ৪৩ আসনে ৩০৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ষষ্ঠ দফায় মোট ভোটারের সংখ্যা ১কোটি ৩ লক্ষ ৮৭ হাজার ৭৯১ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৫৩২১৩৮৫, মহিলা ভোটার ৫০৬৬১৫০। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২৫৬ জন। সার্ভিস ভোটারের সংখ্যা ২২১৫৬, এনআরআই ভোটার ১৫ […]