শুভজিৎ ঘোষ ,গোঘাট, ২৭ মে:- অবৈধ সম্পর্কের জেরে উত্তেজনা ভাঙচুর অগ্নিসংযোগ আরামবাগে আরামবাগ,এক মহিলার সাথে অবৈধ সম্পর্কের জেরে অগ্নিগর্ভ হয়ে উঠল গোটা এলাকা জুড়ে। এক যুবকের অবৈধ সম্পর্ক হাতেনাতে ধরে ফেলে এলাকার মানুষ। ওই যুবক নাকি স্থানীয় প্রধানের আত্মীয় বলে জানা গেছে। ফেরিঘাটের ডাক নিয়ে চালাত ওই যুবক। ঘাট এলাকায় তার টোল আদায়ের জায়গাতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। তারই সাথে ওই যুবকের মোটর বাইক আগুন লাগিয়ে দেয় স্থানীয়রা। পুলিশ ওই যুবককে আটক করেছে। ঘটনাটি ঘটেছে আরামবাগ কেশবপুর এলাকায়। জানা গেছে, ওই এলাকার নইম উদ্দিন হক নামে এক ব্যক্তি একটি বাঁকে ফেরিঘাট চালাতেন। এলাকায় তৃণমূলের প্রধানের আত্মীয় বলে পরিচিত ওই ব্যক্তি।ওই এলাকার এক মহিলার সাথে অবৈধ সম্পর্ক ছিল দীর্ঘদিন। ঘটনার সূত্রপাত, মঙ্গলবার রাতে ওই মহিলার বাড়িতে আসে নইম উদ্দিন হক। ওই সময় গ্রামের স্থানীয় বাসিন্দারা মহিলার বাড়িতেই তাকে হাতেনাতে ধরে ফেলে। এরপরই অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা এলাকায়। ওই ব্যক্তিকে মারধর করে । এরপরে ওই মহিলার বাড়ির সামনে স্থানীয় বাসিন্দারা ব্যাপক বিক্ষোভ দেখায়। স্থানীয় বাসিন্দাদের কথাই একই করোনাভাইরাস জেরে রেলকডাউন চলছে। বাইরের লোক এলাকায় ঢুকছে এই নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ভাঙচুর করা ভাই ফেরিঘাট তারি সাথে আগুন লাগিয়ে দেওয়া হয়।এরপরই নইমউদ্দিন হকের তার মোটরবাইকে আগুন ধরিয়ে দেয় স্থানীয় লোকজনরা। এরপরই এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে । গতকাল রাত থেকে বুধবার সকাল পর্যন্ত এলাকার রাস্তায় ব্যাপক বিক্ষোভ দেখায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় ও স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের জেরে অভিযুক্ত নইমউদ্দিন হক কে পুলিশ আটক করে। মলয়পুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহাআলম রফিক বলেন, যদি এইরকম জঘন্য কাজ করে থাকে তার শাস্তি হওয়া উচিত।অন্যায় কে প্রশ্রয় দেইনি । তবে বিরোধীরা এটা নিয়ে মে রাজনৈতিক করছে । এলাকায় একটা অশান্তির বাতাবরণ তৈরি করছে।
Related Articles
ইলেকট্রিক সুইচে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হাওড়ায়।
হাওড়া, ৩০ জুলাই:- ইলেকট্রিক সুইচে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হলো হাওড়ায়। শুক্রবার সকালে দাশনগর থানা এলাকার শিয়ালডাঙ্গা চাষীর মাঠ এলাকায় ঘটনাটি ঘটে। মৃতের নাম হেমন্ত সিং (৩৯)। ভারী বর্ষণের জেরে ঘরের ভিতরে জল ঢুকে গিয়েছিল। ঘুম থেকে উঠে ঘরের ইলেকট্রিক সুইচ অফ করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় হেমন্তের। স্থানীয়দের অভিযোগ, ঘটনার পর […]
আদর্শ শহরের তকমা পেল কোন্নগর পুরসভা।
হুগলি,২০ ডিসেম্বর:- বৈঞ্জানিক পদ্ধতীতে সুসংহত বর্জ্য প্রতিস্থপনের মধ্যে দিয়ে শহর কে পরিস্কার দূষণ মুক্ত রাখার জন্য আদর্শ শহরের তকমা পেল কোন্নগর পুরসভা।শুক্রবার কোন্নগর পুরসভার সভাকক্ষে জাপান ইন্টারন্যাশানাল কর্পোরেশন এজেন্সির(জাইকা) প্রজেক্ট ম্যানেজার মাসাহারি সায়িতো পুরপ্রধান বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়ের হাতে এই সন্মান তুলে দেন।সেখানে উপস্থিত ছিলেন জাইকার প্রকল্প সহকারি রঞ্জিত মুখোপাধ্যায় ও পুরসভার স্যানিটারি দপ্তরের অলোক মুখোপাধ্যায়। পুরসভা […]
শস্য বীমা প্রকল্প কৃষকদের নাম নথিভুক্তকরণ এর সংখ্যা ৬০ লক্ষ পেরোলো।
কলকাতা, ৯ ফেব্রুয়ারি:- বাংলা শস্যবিমা প্রকল্পে কৃষকের নাম নথিভুক্তকরণের সংখ্যা ৬০ লক্ষ পেরোলো। ইতিমধ্যেই যা গতবারের মোট আবেদনকারীর সংখ্যা কে ছাড়িয়ে গিয়েছে বলে রাজ্যের কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে। বরো চাষীরা ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ওই প্রকল্পের আওতায় বিমার জন্য আবেদন করতে পারবেন।গত রবি মরশুমে এই সংখ্যা ছিল ৫৫ লক্ষের কিছু বেশি। গ্রীষ্মকালীন ভুট্টা, মুগ, তিল, […]