এই মুহূর্তে জেলা

ইকোপার্কে কার্নিভাল ঘিরে শাসকের গোষ্ঠীদ্বন্দ্ব, মন্ত্রীর সামনেই প্রকাশ্যে হাতাহাতি হাওড়ায়।

হাওড়া, ২৮ ডিসেম্বর:- হাওড়ার ডুমুরজলার ইকো পার্কের ক্রিসমাস কার্নিভাল ঘিরে তৃণমূলের দ্বন্দ্ব তুঙ্গে। মন্ত্রী অরূপ বিশ্বাসের সামনেই তৃণমূলের দুই গোষ্ঠীর প্রকাশ্যে হাতাহাতি। পুর প্রশাসক এবং মন্ত্রী মনোজ তিওয়ারির অনুগামীদের মধ্যে প্রকাশ্যে চলে তর্কাতর্কি হাতাহাতি। আজ মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর এদিন অরূপ বিশ্বাস ঘটনাস্থলে আসেন। দু’পক্ষকে নিয়ে বৈঠকে বসেন অরূপ বিশ্বাস। মঞ্চে তুলে মনোজ তিওয়ারি ও সুজয় চক্রবর্তীর মধ্যে বিবাদ মেটানোর চেষ্টা করেন অরূপ বিশ্বাস। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই এদিন ফের চালু করে দেওয়া হয় হাওড়ার ইকো পার্কে আয়োজিত ক্রিসমাস কার্নিভাল।

এর আগে বৃহস্পতিবার দেগঙ্গা সফরের আগে মুখ্যমন্ত্রী কার্নিভাল বন্ধের বিষয়টি নিয়ে হাওড়ার পুলিশ কমিশনারের কাছে বিস্তারিত জানতে চান। কার্যত কার্নিভাল বন্ধে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী এখনই কার্নিভাল ফের শুরু করার নির্দেশ দেন। জানিয়ে দেন মন্ত্রী অরূপ বিশ্বাস হাওড়ায় আজ এসে বিষয়টি নিয়ে কথা বলবেন। আইন আইনের পথে চলবে। এদিন সাংবাদিকদের পুর প্রশাসক ডা: সুজয় চক্রবর্তী বলেন, কার্নিভাল চালু করা হচ্ছে। এবং গতকালের ঘটনায় যারা যুক্ত তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হচ্ছে।