শুভজিৎ ঘোষ,২৩ মে:- এখনো জলের তলায় ধান, তিল বাদাম,ব্যাপক ক্ষতির মুখে তারকেশ্বরের আস্তারা দত্তপুর গ্রাম পঞ্চায়েত এলাকার চাষীরা। ধান,তিল বাদাম সহ অন্যান্য সবজির ক্ষতির পরিমাণ প্রায় দশ কোটি টাকার উপর।প্রাথমিক ভাবে ব্লক অফিসে রিপোর্ট পাঠানো হয়েছে পঞ্চায়েতের পক্ষ থেকে। এলাকার ৮০০ হেক্টরের উপর জমির ধান , তিল ,পাঠ বাদাম এখনো জলের তলায়। মুখ্যমন্ত্রীর কাছে চাষীদের আবেদন ব্যাপক পরিমান আর্থিক ক্ষতির মুখ থেকে সাহায্যআমপানের তান্ডব মিটতেই শুক্রবার প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানা গেলে হুগলি জেলার। জেলা প্রশাসন সূত্রে খবর, সুপার সাইক্লোন আমপানে শুধু মাত্র কৃষি ক্ষেত্রেই মোট ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে ৫৯০ কোটি টাকা। প্রাথমিক সমীক্ষার পর জেলা প্রশাসনের তরফে এই তথ্য জানা গেছে।কৃষি ক্ষেত্রে ৮৯৫১ হেক্টর জমির বোরো ধান নষ্ট হয়েছে। ৫০৯৮৭ হেক্টর জমিতে থাকা তৈলবীজ যেমন তিল বাদাম চাষ সম্পূর্ণ নষ্ট হয়েছে। পাট নষ্ট হয়েছে ১১০৯৩ হেক্টর জমির। একইসঙ্গে ডাল শস্য নষ্ট হয়েছে ১৪৩০ হেক্টর জমির।পাশাপাশি এই সময়ের জেলার মূল অর্থকরী ফসল আম চাষে ক্ষতি হয়েছে ৬৪৩৭ হেক্টর জমির। ৭৮৬ হেক্টর জমির পেঁপে এবং সবজি নষ্ট হয়েছে ৯২১৭ হেক্টর জমিতে। সুপার সাইক্লোনের তান্ডবে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা ২০ হাজার। আর আংশিক ক্ষতি হওয়া বাড়ির সংখ্যা ৭৭ হাজার।এছাড়াও ৪০ হাজার গাছ ,বিদ্যুতের খুঁটি ,তার ,টাওয়ার, ট্রান্সফরমার সহ সরকারী সম্পত্তিরও ক্ষতি হয়েছে যথেষ্ট।
Related Articles
ধুপগুড়ি কেন্দ্রের উপনির্বাচনে আরও ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন কমিশনের।
কলকাতা, ৩০ আগস্ট:- ধুপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আরো ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করল নির্বাচন কমিশন। ৭ কোম্পানি বিএসএফ, তিন কোম্পানি করে সিআরপিএফ এবং সীমা সুরক্ষা বল এবং ২ কোম্পানি আইটিবিপি জওয়ান মোতায়েন করা হয়েছে। এর ফলে ওই কেন্দ্রে সব মিলিয়ে ৩০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হল। ৫ সেপ্টেম্বর ধূপগুড়িতে উপনির্বাচন। আর এক সপ্তাহ বাকি […]
চাঁপদানীতে ছট পুজোর আগে ঘাট পরিদর্শনে পৌরপ্রধান।
প্রবীর বসু, ১৫ নভেম্বর:- আর তিন দিন বাদে হিন্দি ভাষাভাষী মানুষদের সূর্য দেবের পুজো অর্থাৎ ছট পুজো। এই পুজোতে ভক্তরা পুজো দিতে চলে যায় গঙ্গার ধারে। সেখানে নিষ্ঠা সহকারে পুজো দেয় মহিলারা। প্রচুর ভিড় হয় ভক্তদের। সেই কারণে চাপদানির পলতা ঘাটের পাশে ইন্দিরা ময়দানে ও পীরতলা ঘাট পরিদর্শন করলেন চাপদানির পৌরপ্রধান সুরেশ মিশ্র। ঘাটগুলিতে কাজ […]
করোনা আক্রান্ত বিগ-বি ও অভিষেক ! প্রার্থনা গোটা দেশের ।
সোজাসাপটা ডেস্ক , ১২ জুলাই:- অমিতাভ বচ্চন গতরাতেই জানিয়েছেন যে তিনি করোনা পজিটিভ। এই অবস্থায় তিনি আপাতত নানাবতী হাসপাতালে ভর্তি। এদিকে, তাঁর ছেলে অভিষেক বচ্চনও করোনা পিজিটিভ বলে জানা গিয়েছে। বচ্চন পরিবারে করোনা হানার পরই, পরিবারের বাকি সদস্য ও তাঁদের সঙ্গে যাঁরা মেলামেশা করেছেন তাঁদেরও টেস্ট করা হবে বলে খবর। করোনা আক্রান্ত অভিষেক ভর্তি রয়েছেন […]