এই মুহূর্তে খেলাধুলা

প্রত্যাশা মতোই পাঞ্জাব ম্যাচ জিততে পারলো না ইস্টবেঙ্গল।

অঞ্জন চট্টোপাধ্যায় ১৩ ফেব্রুয়ারি:-  আশা করা হয়েছিল কল্যাণীতে লীগের দ্বিতীয় দল পাঞ্জাব এফসি কাছে হেরে মাঠ ছাড়বে লীগ টেবিল এর তলানিতে থাকা ইস্টবেঙ্গল। তবে  হার শিকার করতে হলো না । তবে জয় এলো কোথায় মারিও দলের ! কল্যাণীতে মাথা নিচু করেই ১ – ১ ব্যবধান ড্র করে মাঠ ছাড়তে হলো শতবর্ষ এর ক্লাবকে। তবে এদিন কিন্তু জয় এর ঝিলিক দেখা গিয়েছিলো। ম্যাচ এর নয় মিনিট এ মার্কোস ও ক্রোমার যুগলবন্দীতে গোল এর মুখ দেখে ইস্টবেঙ্গল। দেখার মতো গোল করেন ক্রোমা। এরপরে একাধিক গোলের সুযোগ আসে তবে গোল এর মুখ খোলেনি। মার্কোসকে বসিয়ে জুয়ান মেরাকে মারিও নামালেও কোনো কাজে আসেনি। ৪০ মিনিটে ইস্টবেঙ্গল এর সেই পুরোনো রোগ ডিফেন্স এর ভুল । যার জেরে ম্যাচ এ সমতা ফেরায় পাঞ্জাব এর খোসলা।এরপরে দ্বিতীয় মিনিট এ একাধিক সুযোগ মিস হয় । এই ড্র এর ফলে ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লীগ এ ৯ নম্বর এ রইলো ইস্টবেঙ্গল। ম্যাচ শেষে রেফারি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মারিও । এছাড়া, তিনি বলেন তারা অবনমন নিয়ে ভাবছেন না।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.