অঞ্জন চট্টোপাধ্যায় ১৩ ফেব্রুয়ারি:- আশা করা হয়েছিল কল্যাণীতে লীগের দ্বিতীয় দল পাঞ্জাব এফসি কাছে হেরে মাঠ ছাড়বে লীগ টেবিল এর তলানিতে থাকা ইস্টবেঙ্গল। তবে হার শিকার করতে হলো না । তবে জয় এলো কোথায় মারিও দলের ! কল্যাণীতে মাথা নিচু করেই ১ – ১ ব্যবধান ড্র করে মাঠ ছাড়তে হলো শতবর্ষ এর ক্লাবকে। তবে এদিন কিন্তু জয় এর ঝিলিক দেখা গিয়েছিলো। ম্যাচ এর নয় মিনিট এ মার্কোস ও ক্রোমার যুগলবন্দীতে গোল এর মুখ দেখে ইস্টবেঙ্গল। দেখার মতো গোল করেন ক্রোমা। এরপরে একাধিক গোলের সুযোগ আসে তবে গোল এর মুখ খোলেনি। মার্কোসকে বসিয়ে জুয়ান মেরাকে মারিও নামালেও কোনো কাজে আসেনি। ৪০ মিনিটে ইস্টবেঙ্গল এর সেই পুরোনো রোগ ডিফেন্স এর ভুল । যার জেরে ম্যাচ এ সমতা ফেরায় পাঞ্জাব এর খোসলা।এরপরে দ্বিতীয় মিনিট এ একাধিক সুযোগ মিস হয় । এই ড্র এর ফলে ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লীগ এ ৯ নম্বর এ রইলো ইস্টবেঙ্গল। ম্যাচ শেষে রেফারি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মারিও । এছাড়া, তিনি বলেন তারা অবনমন নিয়ে ভাবছেন না।
Related Articles
অনুদান বা ভিক্ষা নয় , মুক্তমঞ্চ খোলার দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে শিল্পীরা।
সুদীপ দাস , ৯ অক্টোবর:- দীর্ঘ ৭ মাস ধরে বন্ধ সাংস্কৃতিক ও বিচিত্রানুষ্ঠান। করোনা আবহে অনেক কিছুতে ছাড় মিললেও খোলা মঞ্চের অনুষ্ঠানের ছাড় মেলেনি। তাই রুটিরুজির টান পরেছে সংঙ্গীত শিল্পীদের। সেকথা মাথায় রেখেই আজ চুঁচুড়ায় সংঙ্গীত প্রদর্শমের মাধ্যমে বিক্ষোভে সামিল হলো শিল্পীরা। এদিন চুঁচুড়া লঞ্চ ঘাটে জমায়েত হয় তাঁরা। সেখান থেকে মিছিল করে তাঁরা ডিএম […]
শিশুর পেটের ভেতর থেকে রিমোটের ব্যাটারি অস্ত্রোপচার করে বড় সাফল্য পেল মালদা মেডিকেল কলেজ।
মালদা—তিন বছরের শিশুর পেটের ভেতর থেকে টিভি রিমোটের ব্যাটারি অস্ত্রোপচার করে বার করে চিকিৎসায় বড় সাফল্য পেল মালদা মেডিকেল কলেজ। জানা যায় হবিবপুর থানার বুলবুলচন্ডী কেন্দুয়া এলাকার বাসিন্দা সনোজিত সরকার পেশায় স্কুল শিক্ষক তার তিন বছরের ছেলে অনিক সরকার টিভির রিমোটের ব্যাটারি খেলতে গিয়ে হঠাৎই পেন্সিল ব্যাটারিটি মুখের ভিতর ঢুকিয়ে ফেলে এবং সরাসরি পেটের ভিতরে […]
দিনমজুর থেকে রাতারাতি কোটিপতি ভীম।
হুগলি , ৪ মার্চ:- দিনমজুর থেকে রাতারাতি কোটিপতি। সম্প্রতি লটারির টিকিট কেটে ছিলেন হুগলী দাদপুরের হারিট পঞ্চায়েতের আদনা গ্রামের বাসিন্দা ভীম ভুমিজ। পেশায় দিন মজুর ভীম কাজের চাপে লটারির টিকিটের কথা প্রায় ভুলেই গেছিলেন। এদিন সকালে তিনি জানতে পারেন সেই টিকিটেই ১কোটি টাকার পুরস্কার পেয়েছেন। প্রথমে বিশ্বাস করে উঠতে না পারলেও পরে খোঁজ নিয়ে দেখেন […]