নবান্ন,হাওড়া,১৯ মে:- ঘূর্ণিঝড় আমফানের মোকাবিলায় রাজ্য সরকার সব রকম ভাবে প্রস্তুত রয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। নবান্নে আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে মুখ্যমন্ত্রী ঘূর্ণিঝড় মোকাবেলার প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। তিনি সাংবাদিকদের বলেন ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনা উত্তর 24 পরগনা পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলা মিলিয়ে প্রায় 3 লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ওই চার জেলাতেই সবথেকে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। দক্ষিণ 24 পরগনায় দু’লক্ষ, উত্তর 24 পরগনায় 50 হাজার, পূর্ব মেদিনীপুরের 40 হাজার এবং পশ্চিম মেদিনীপুরে 10 হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।সাইক্লোন সেন্টার গুলিতে বহু মানুষের জমায়েতের কারণে যাতে কোভিদ সংক্রমণ ছড়িয়ে না পড়ে তা যতদূর সম্ভব নিশ্চিত করতে মাস্ক ,স্যানিটাইজার মজুত রাখা হয়েছে।মুখ্যমন্ত্রী জানান পুলিশ প্রশাসনের পাশাপাশি জাতীয় এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকাগুলিতে কাজ শুরু করেছে। মুখ্য সচিবের নেতৃত্বাধীন টাস্কফোর্স গোটা পরিস্থিতির ওপর নজরদারি চালাচ্ছে। মুখ্যমন্ত্রী আগামীকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সকলকে বাড়িতে থাকার আবেদন জানিয়েছেন। ঘূর্ণিঝড় মোকাবিলায় রাজ্যের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ তাঁকে ফোন করেছিলেন বলেও মুখ্যমন্ত্রী জানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য কে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামীকাল সারারাত তিনি এবং প্রশাসনের শীর্ষ কর্তারা নবান্নে থেকেই পরিস্থিতির ওপর নজরদারি চালাবেন। আমফানের মোকাবিলায় সাধারণ মানুষকে সাহায্য করতে রাজ্য সরকার বিশেষ হেল্পলাইন চালু করেছে । এর নম্বর হলো 033 221 ,22141995। এছাড়া টোল ফ্রি 1070 টেও যোগাযোগ করা যাবে।
Related Articles
অভাবের তাড়নায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যার পথ বেছে নিল এক শ্রমিক।
হুগলী,১৩ ডিসেম্বর:- আবার অঘটন ঘটে গেল চন্দননগর গোন্দলপাড়া জুটমিলে।অভাবের তাড়নায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যার পথ বেছে নিল এক শ্রমিক।গতকাল রাতে মিলের লাইন কোয়ার্টারে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ২৩ বছরের বছরের সুরজ চৌধুরী এই কারখানা বন্ধ হওয়ার পর এখানে ওখানে কাজ করলেও ঠিক মত সংসার চালাতে পারছিল না। আর্থিক অনটনের কারনে এই ঘটনা ঘটল বলে […]
হাওড়া থানা এলাকায় গন্ডগোলের ঘটনায় গ্রেফতার গুড্ডু সহ ৭।
হাওড়া , ৪ আগস্ট:- সোমবার রাতে হাওড়া থানা এলাকার পি কে ব্যানার্জি লেনে দুই দুষ্কৃতী গোষ্ঠীর গন্ডগোলের ঘটনায় পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার দুপুরে ধৃতদের হাওড়া আদালতে তোলা হয়। জানা গেছে, সন্ধ্যেবেলা বনবিহারী বোস রোডে ঝিলপাড়ের কাছে স্থানীয় দুষ্কৃতিদের মধ্যে একটি ঝামেলা হয়। এদিকে, থানার একটি গাড়ি অন্য এক দুষ্কৃতীর ব্যাপারে খোঁজখবর করতে সেখানে […]
আগামী সপ্তাহেই রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন।
কলকাতা, ২ ফেব্রুয়ারি:- আগামী সপ্তাহ থেকেই শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। ৮ ফেব্রুয়ারী রাজ্যপাল সিভি আনন্দ বোসের অভিভাষণের মধ্য দিয়েই বাজেট অধিবেশনের সূচনা হবে। তার আগে বিধায়কদের বিধানসভার রীতিনীতি সম্পর্কে ওয়াকিবহাল করে তুলতে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করছে পরিষদীয় দফতর। রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্য়োপাধ্যায়, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সহ বিধানসভার প্রবীণ সদস্যরা হাতে কলমে […]







