এই মুহূর্তে জেলা

কনটাইনমেন্ট এলাকা ছাড়া গ্রীন ও অরেঞ্জ জোনের দোকানপাট সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা রাখা যাবে।


হুগলি,৭ মে:- সরকারে নির্দেশ মত কনটাইনমেন্ট এলাকা ছাড়া গ্রীন ও অরেঞ্জ জোনের দোকান পাট সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা রাখা যাবে। আজ রিষড়া থানার উদ্যোগে রক্তদান অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানালেন চন্দননগর পুলিশ কমিশনারেটের ডি,সি,পি শ্রীরামপুর ঈশানী পাল। তবে শপিং মল গুলিকে এই অনুমতি দেওয়া যাবেনা। কনটাইনমেন্ট জোন ছাড়া যে সমস্ত মদের দোকানগুলো খোলা থাকছে সেখানে সমাজিক দূরত্ব যাতে বজায় থাকে সে ব্যাপারে পুলিশ নজর রাখছে বলে ডি,সি,পি  জানান।করোনার আবহে রক্তদান শিবির গুলি হতে পারছে না। প্রতিবার এই সময় সাধারণত রক্তের একটা অভাব দেখা যায়, সেই কথা মাথায় রেখে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কর্মীদের কাছে আহ্বান জানিয়েছিলেন যাতে তারা এই বিপদের দিনে রক্ত দিয়ে মুমূর্ষু রোগীদের সাহায্য করেন ইতিমধ্য রাজ্য জুড়ে পুলিশ কর্মীরা এগিয়ে এসেছেন এই মহৎ কাজে। সেইমতো আজ চন্দননগর পুলিশ কমিশনারেটের রিষড়া থানার পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মোট 30 জন পুলিশ কর্মী এখানে রক্ত দান করেন। এবং আজকের এই অনুষ্ঠানে চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার ডক্টর হুমায়ুন কবীর , ডি,সি,পি শ্রীরামপুর ঈশানী পাল , রিষড়া থানার আধিকারিক প্রবীর দত্ত , এ,সি,পি ৩ মৌমিতা সেন , ডি,সি,পি হেড কোয়ার্টার সঞ্জয় গঙ্গোপাধ্যায়, চেয়ারম্যান বিজয় সাগর মিশ্র সহ রিষড়া থানার সমস্ত পুলিশ আধিকারিক কর্মীরা উপস্থিত ছিলেন।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.