এই মুহূর্তে জেলা

কোচবিহারে স্বস্তির খবব, কোটা ফেরত পড়ুয়াদের করোনা রিপোর্ট নেগেটিভ।

 

 কোচবিহার,৬ মে:- করোনা আতঙ্কের মাঝে ফের স্বস্তির খবব মিলল কোচবিহারে। রাজস্থানের কোটায় আটকে পড়া ২৩৬৮ জন ছাত্রছাত্রীদের মধ্যে কোচবিহারের ৫৭ জন পড়ুয়া ও তাঁদের অভিভাবক সহ মোট ৯৬ জনের লালারসের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। কোচবিহার জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার কোটা থেকে কোচবিহারে ফেরত আসা ৫৭ জন পড়ুয়া ও তাঁদের অভিভাবক সহ মোট ৯৬ জনের লালার নমুনা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছিল করোনার পরীক্ষার জন্য। বুধবার সকালে সেই রিপোর্ট এসে পৌঁছায়। দেখা যায় সকলেরই রিপোর্ট নেগেটিভ। এখনও পর্যন্ত গোটা জেলায় ১২২৭ জনের পরীক্ষা করা হয়েছে। তবে স্বস্তির খবর প্রত্যেকেরই নেগেটিভ রিপোর্ট এসেছে। জানা গেছে, কোটা থেকে আসা ছাত্র ছাত্রীদের লালা রস পরীক্ষার নেগেটিভ আসায় বাড়ি পাঠিয়ে দেওয়া শুরু হল।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                                                                                                            তবে প্রশাসন আগামী ২০ তারিখ অবধি কড়াকড়ি ভাবে হোম করেন্টাইনে থাকার কথা বলা হয়েছে। এর আগে গত ১ ও ২ মে ৯৬ জন ছাত্র-ছাত্রী ও তার অবিভাবকরা কোটা থেকে ফেরে। সদর মহকুমা শাসক সঞ্জয় পাল দাঁড়িয়ে থেকে ছাত্র-ছাত্রীদের নামিয়ে পৃথক পৃথক স্থানে রাখেন। ছেলেদের রাখা হল মদনমোহন বাড়ির পাশে আনন্দময়ী ধর্ম সভায়। মেয়েদের রাখা হয় ডিআরডিসি ট্রেনিং সেন্টারে। এরপর তাদের শারীরিক পরীক্ষা, স্ক্রিনিং এর সাথে সাথে সোয়াব টেস্ট হয়। মঙ্গলবার দুই জায়গাতেই গিয়ে জেলা স্বাস্থ্য দফতরের বিশেষ দলের সদস্যেরা তাঁদের লালারসের নমুনা সংগ্রহ করেছেন। গতকাল তাঁদের প্রত্যেকের লালার নমুনা শিলিগুড়িতে পাঠানো হয়। বুধবার কোটা ফেরত কোচবিহারের সমস্ত পড়ুয়াদের লালারসের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। করোনা নিয়ে আতঙ্কের মাঝেও স্বস্তির খবর মিলল কোচবিহারে। তারপরই তাদের বাড়ি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বাড়িতে পৌঁছে তাঁরা হোম কোয়ারেন্টাইনেই থাকবে আগামী ১৪ দিন। এই বিষয়ে জেলাশাসক পবন কাদিয়ান বলেন, ‘গতকাল কোচবিহার থেকে পাঠানো প্রত্যেকটি নমুনা রিপোর্ট নেগেটিভ এসেছে। অর্থাৎ এখনও পর্যন্ত কোচবিহার জেলায় করোনার কোনও হদিস মেলেনি।’