নদীয়া,৫ মে:- যে স্বাস্থ্যকর্মীরা ,নিজেদের প্রাণ বিসর্জনের মতো ঘটনা কে উপেক্ষা করেও নিয়মিত জনসাধারণের সেবায় নিয়োজিত রয়েছেন, পুরস্কারের বদলে তিন চার জন মিলে বেদম প্রহার মিললো নদীয়া জেলার শান্তিপুর ব্লকের আরবান্দি অঞ্চলের বড় জিয়াকুড় গ্রামের অসীত সরকারের। বৃদ্ধ পিতা অসীম সরকার পেশায় টোটোচালক। অসিত বাবু স্বাস্থ্য ভবনের 102 আম্বুল্যেন্স চালক প্রায় দু’বছর ধরে। অজ্ঞতাবশত এলাকার অনেকেই নানা কটূক্তি করে, বিভিন্ন ধরনের রোগী বহন করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। গতকাল রাতে পাড়ার দু একজন মাতব্বর তাকে শাসিয়ে আসে কাজ ছেড়ে দেওয়ার জন্য। সংসার পেশা এবং মানবিকতার টানে আজ সে অ্যাম্বুলেন্স নিয়ে বেরোতে গেলে ওই তিন চার জন মিলে বেদম প্রহার করে অসিত বাবু কে, পায়ে গুরুতর জখম হন, কোমরের হাড় সরে যায় বলেই জানা যায় প্রাথমিকভাবে। সাথে সাথে স্বাস্থ্য ভবনের প্রতিনিধি তাকে এসে উদ্ধার করে, শান্তিপুর হাসপাতালে ভর্তি করায়, এবং দোষীদের নামে অভিযোগ করা হয় শান্তিপুর থানায়। 28 বছরের যুবক অসিত বাবু আশঙ্কাজনকভাবে ভর্তি আছে শান্তিপুর হাসপাতালে। শান্তিপুর থানার ওসি সুমন দাস বিষয়টি অত্যন্ত তৎপরতার সাথে তদন্ত করছেন। দোষীরা পলাতক, এখনো পর্যন্ত গ্রেফতারের কোনো খবর পাওয়া যায়নি।