এই মুহূর্তে খেলাধুলা

সুপার লিগের প্রথম ম্যাচেই সহজ জয় ইংরেজদের, ধরাশায়ী আইরিশরা ।


সৌরভ রায় , ৩১ জুলাই:- পরবর্তী ক্রিকেট বিশ্বকাপের যোগ্যতা অর্জনের লক্ষ্যে বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে গেল সুপার লিগের লড়াই। বিশ্বের ১৩টি দেশকে নিয়ে চলবে এই ক্রিকেট টুর্নামেন্ট। তার মধ্যে থেকে পয়েন্টের বিচারে আইসিসি ভারতে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের জন্য ১০ টি দেশকে বেছে নেবে। প্রতিটি দেশ চারটি করে হোম সিরিজ ও চারটি করে অ্যাওয়ে সিরিজে অংশ নেবে। করোনা আবহে কয়েক মাস ক্রিকেট বন্ধ থাকার পর, এই সুপার লিগ দিয়েই বিশ্বে ফিরল ওয়ান ডে ক্রিকেট। বৃহস্পতিবার প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিলেন ইংল্যান্ড ও আয়ারল্যান্ড। প্রথম ম্যাচেই ৬ উইকেটে জিতে নিল ইংরেজরা।

এদিন টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান। ইংল্যান্ড বোলারদের সামনে দ্রুত আউট হয়ে ফিরে যায় আইরিশরা। ৪৫ ওভার ব্যাট করে মাত্র ১৭২ রানেই অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। তাঁদের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন ক্যামপার। জবাবে ব্যাট করতে নেমে অতি সহজেই ২৭ ওভার ৫ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলে ইংরেজরা। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করে অপরাজিত থাকেন স্যাম বিলিংস। ইংল্যান্ডের হয়ে ৫ উইকেট দখল করে এদিন ম্যাচের সেরা হন ডেবিড উইলি।