বীরবূম,৪ মে:- লকডাউনের স্বার্থকতা কোথায় ? কেন এর গম্ভীরতা বুঝতে পারছেন না সকলে ? তা না হলে ট্রাকে হ্যান্ড স্যানিটারের স্টিকার লাগিয়ে মানুষ পাচার করছে একদল স্বার্থন্বেষী ব্যক্তি ! বীরভূমের সিউড়ির তারাপুর গ্রামে পুলিসের জালে ধরা পড়ল এক ট্রাকভর্তি মানুষ। জানা গিয়েছে, তাঁরা কলকাতা থেকে ঝাড়খণ্ডে পালানোর চেষ্টা করছিলেন। লকডাউনে বন্ধ যানচলাচল। বিভিন্ন জায়গায় চলছে নাকা চেকিং, পুলিসি টহলদারি। এ কয়েকদিনে অন্যান্য প্রচুর অভিজ্ঞতা হয়েছে পুলিসকর্মীদের। তাই ট্রাকের বাইরে হ্যান্ড স্যানিটাইজার স্টিকার লাগানো থাকলেও পুলিসের চোখকে ফাঁকি দেওয়া সম্ভব হয়নি। সিউড়ির তারাপুর গ্রামে ট্রাকটি ঢোকা মাত্রই খটকা লাগে সিউড়়ি থানার আইসির। তিনি ট্রাকটিকে দাঁড় করিয়ে চালককে প্রশ্ন করেন। চালকের কথায় অসঙ্গতি থাকায়, ট্রাকে তল্লাশি চালান তিনি। দেখা যায়, হ্যান্ড স্যানিটাইজার নয়, মানুষভর্তি সেই ট্রাক। ছোট্ট পরিসরের মধ্যে গাদাগাদি করে বসে রয়েছেন প্রায় ২৫ জন। জেরায় জানা গিয়েছে, ডানকুনি থেকে ১৪০০ টাকা ভাড়া দিয়ে তাঁরা ঝাড়খণ্ডের দুমকায় যাচ্ছিলেন। চালক অবশ্য দাবি করছেন, “ট্রাকের ভিতর কী রয়েছে, তা আমি জানতাম না। মালিক সব জানে। মালিক শুধু বলেছিল ট্রাকটিকে দুমকা পর্যন্ত নিয়ে যেতে হবে।” প্রশ্ন উঠছে, এতটা রাস্তা পুলিসের চোখকে ফাঁকি দিয়ে কীভাবে বীরভূম পর্যন্ত আসতে পারল ট্রাকটি ? বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Related Articles
একদিনে ঘাসফুল ও গেরুয়া শিবিরের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য বিষ্ণুপুরে।
বাঁকুড়া, ১১ মার্চ:- একদিনে ঘাস ও গেরুয়া শিবিরের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার বিষ্ণুপুরে। তৃণমূলের মাইক বাজানোর বিরোধীতা, অন্যদিকে বিজেপির ঢাক বাজানোর বিরোধীতা করে রাস্তায় বসে পড়লেন যুযুধান দুই রাজনৈতিক দলের প্রার্থী থেকে কর্মী সমর্থক সকলেই। আর এই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় উপস্থিত কর্তব্যরত পুলিশ কর্মীদের। প্রসঙ্গত, এদিন বিষ্ণুপুর […]
আজ থেকে নতুন ভাবে পথ চলা শুরু করলো মনিকমল হসপিটাল।
তরুণ মুখোপাধ্যায়, ১ জুলাই:- প্রবাদ প্রতিম চিকিৎসক ভারতরত্ন ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন নূতনভাবে পথ চলা শুরু করলো শ্রীরামপুরের অত্যাধুনিক চিকিৎসাকেন্দ্র মনিকমল হসপিটাল। ১৯৯৯ সালে হুগলি জেলা সহ আশপাশের এলাকার বেহাল চিকিৎসা ব্যবস্থা দেখে প্রয়াতঃ প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক স্বরাজ মুখোপাধ্যায় শ্রীরামপুর দিল্লি রোড উপর ১৩ বিঘা জমির উপর ২০০ শয্যার হাসপাতালটি গড়ে তোলেন। সিটি স্ক্যান আইসিইউ […]
সব দুর্যোগ জয় করে হরিণরা জীবনের স্বাভাবিক ছন্দে ফিরছে বেথুয়াডহরি অভয়ারণ্যে।
নদীয়া, ১৩ জুন:- নদিয়া জেলার বেথুয়াডহরির অন্যতম আকর্ষণ বেথুয়াডহরি অভয়ারণ্য ৷ এখানে গোটা অরণ্য জুড়ে হরিণের স্বর্গরাজ্য ৷ এছাড়াও আছে নীলগাই , ময়ুর , নানা ধরণের পশুপাখি , ঘরিয়াল এবং ময়াল সাপ যাদের দেখতে প্রতিদিন এখানে প্রচুর পরিমানে দর্শণার্থী আসেন ৷ তবে অরণ্য থেকে বেড়িয়ে অনেক ভ্রমনার্থীরা হতাশ হয়ে বলেন হরিণের ঝাঁক দেখতে পাননি ৷ […]






