বীরবূম,৪ মে:- লকডাউনের স্বার্থকতা কোথায় ? কেন এর গম্ভীরতা বুঝতে পারছেন না সকলে ? তা না হলে ট্রাকে হ্যান্ড স্যানিটারের স্টিকার লাগিয়ে মানুষ পাচার করছে একদল স্বার্থন্বেষী ব্যক্তি ! বীরভূমের সিউড়ির তারাপুর গ্রামে পুলিসের জালে ধরা পড়ল এক ট্রাকভর্তি মানুষ। জানা গিয়েছে, তাঁরা কলকাতা থেকে ঝাড়খণ্ডে পালানোর চেষ্টা করছিলেন। লকডাউনে বন্ধ যানচলাচল। বিভিন্ন জায়গায় চলছে নাকা চেকিং, পুলিসি টহলদারি। এ কয়েকদিনে অন্যান্য প্রচুর অভিজ্ঞতা হয়েছে পুলিসকর্মীদের। তাই ট্রাকের বাইরে হ্যান্ড স্যানিটাইজার স্টিকার লাগানো থাকলেও পুলিসের চোখকে ফাঁকি দেওয়া সম্ভব হয়নি। সিউড়ির তারাপুর গ্রামে ট্রাকটি ঢোকা মাত্রই খটকা লাগে সিউড়়ি থানার আইসির। তিনি ট্রাকটিকে দাঁড় করিয়ে চালককে প্রশ্ন করেন। চালকের কথায় অসঙ্গতি থাকায়, ট্রাকে তল্লাশি চালান তিনি। দেখা যায়, হ্যান্ড স্যানিটাইজার নয়, মানুষভর্তি সেই ট্রাক। ছোট্ট পরিসরের মধ্যে গাদাগাদি করে বসে রয়েছেন প্রায় ২৫ জন। জেরায় জানা গিয়েছে, ডানকুনি থেকে ১৪০০ টাকা ভাড়া দিয়ে তাঁরা ঝাড়খণ্ডের দুমকায় যাচ্ছিলেন। চালক অবশ্য দাবি করছেন, “ট্রাকের ভিতর কী রয়েছে, তা আমি জানতাম না। মালিক সব জানে। মালিক শুধু বলেছিল ট্রাকটিকে দুমকা পর্যন্ত নিয়ে যেতে হবে।” প্রশ্ন উঠছে, এতটা রাস্তা পুলিসের চোখকে ফাঁকি দিয়ে কীভাবে বীরভূম পর্যন্ত আসতে পারল ট্রাকটি ? বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Related Articles
বিহারে বিজয়ের পর কোচবিহার সফরে এসে জন জোয়ারে ভাসলেন দিলীপ ঘোষ
কোচবিহার , ১১ নভেম্বর:- বিহারের বিজয় পাওয়ার পরের দিন কোচবিহারে এসে কার্যত জন জোয়ারে ভাসলেন বিজেপির রাজ্য সভাপতি দিলিপ ঘোষ। আজ দিনহাটায় বিজেপির পক্ষ থেকে মহা মিছিলের ডাক দেওয়া হয়। অই মিছিলে অংশ নেন দিলিপ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক, বিজেপির জেলা সভানেত্রী মালতি রাভা সহ বেশ কয়েকজন নেতৃত্ব। সেই মিছিলে জনসমাগম […]
বিজেপির দুই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে আমফানের টাকা আত্মসাতের অভিযোগে রণক্ষেত্র পাণ্ডুয়া।
হুগলি , ২৫ জুন:- আমফানের ক্ষতিপূরনে স্বজনপোষনের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠলো পান্ডুয়ার নেলুন-ধামাসীন পঞ্চায়েত এলাকা। এই পঞ্চায়েতের বেলুন পূর্বপাড়া ও পশ্চিমপাড়ার দুই পঞ্চায়েত সদস্য বিজেপির। অভিযোগ সেই দুই বিজেপি সদস্য আমফানে ক্ষতিগ্রস্তদের টাকা শুধু নিজেদের লোকদের পাইয়ে দিয়েছে। এর প্রতিবাদে গতকাল সেখানে পোষ্তার মারে তৃণমূল কংগ্রেস। অভিযোগ যেসমস্ত তৃণমূল কর্মীরা পোষ্টার মেরেছিলো এদিন রাতেই সেইসমস্ত […]
বিদেশি পর্যটকদের দেখে আতঙ্কিত চন্দননগর এলাকার মানুষ।
হুগলি,১৫ মার্চ :- বিদেশি পর্যটকদের দেখে আতঙ্কিত চন্দননগর এলাকার মানুষ। ফরাসি উপনিবেশ চন্দননগর শহরে ফরাসি স্থাপত্য দেখতে প্রায় নিয়মিত ভাবেই বিদেশী পর্যটক আসছে। প্রাচীন এই শহরে নদীপথে কলকাতা থেকে তারা এসে এখানে ফরাসিদের সেই স্থাপত্য গুলি দর্শন করে। বর্তমানে করণা আতঙ্কে কাঁপছে সারা বিশ্ব। এই দেশে যা শুরু হয়েছে সাধারণভাবে বিদেশ থেকে আসা এই সংক্রমণ […]