নবান্ন,হাওড়া,২৯ এপ্রিল:- কোরোনা রুখতে লকডাউন জারি থাকলেও আগামী সোমবার থেকে আপাতত সঙ্কটমুক্ত বা গ্রীন জোন এলাকাগুলিকে রাজ্যসরকার আরও কিছু ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে। নবান্নে আজ করোনা মোকাবিলায় গঠিত মন্ত্রী গোষ্ঠীর সদস্যদের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সাংবাদিকদের বলেন, পরিস্থিতির এখনো উন্নতি না হওয়ায় মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত নিয়ম মেনেই চলতে হবে। তবে গ্রীন জোন গুলিতে নিয়ম মেনে বাস পরিষেবা সহ কিছু পরিষেবাকে স্বাভাবিক করে তোলা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তিনি বলেন এই তালিকায় থাকা জেলার মধ্যে সর্বোচ্চ ২০ জন যাত্রী নিয়ে বাস চালানো যাবে।এ ছাড়া ওই সব এলাকায় কিছু দোকানপাট খোলাতেও কিছু ছাড়ের কথা তিনি ঘোষণা করেছেন । তিনি বলেন, গ্রিন জোন এলাকায় অত্যাবশ্যকীয় পণ্যের পাশাপাশি স্বতন্ত্র ভাবে থাকা থাকা বইয়ের দোকান,লন্ড্রি,রঙের দোকান, মোবাইল রিচার্জের দোকান, ইলেকট্রিকের দোকান, চায়ের দোকান, পান-বিড়ির দোকান খোলা যাবে। তবে কোনও দোকানেই ভিড় করা যাবে না এবং বাজার চত্বরের মধ্যে কোনও দোকান খোলা যাবে না। এখনই হকার্স কর্নার, ফুটপাতের দোকান, সেলুন বা বিউটি পার্লার খোলা যাবে না বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
Related Articles
তৃণমূলের এক বিধায়ক সহ চার নেতার অবৈধ সম্পত্তির খতিয়ান পেশ বিজেপির।
কলকাতা, ১৫ সেপ্টেম্বর:- বিরোধী বিজেপি তৃণমূল কংগ্রেসের এক বিধায়ক সহ চার নেতার বিরুদ্ধে ৫০ কোটি টাকার বেশি অবৈধ সম্পত্তির অভিযোগ সম্বলিত খতিয়ান পেশ করেছে। আজ বিধানসভার প্রেস কর্নারে এক সাংবাদিক বৈঠকে এই সংক্রান্ত নথিপত্র পেশ করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,মুখ্যমন্ত্রী দাবি করেন তৃণমূল কংগ্রেসের ৯৯ শতাংশ কর্মী সৎ। তিনি প্রমাণ করে দেবেন ওই […]
মুখ্যমন্ত্রীর বাড়িতে এক আগন্তুকের লুকিয়ে থাকার ঘটনায় নিরাপত্তা নিয়ে পর্যালোচনা শুরু।
কলকাতা, ৪ জুলাই:- মুখ্যমন্ত্রীর বাড়িতে এক আগন্তুকের প্রবেশ ও রাতভর লুকিয়ে থাকার ঘটনা প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে তাঁর নিরাপত্তা ফের পর্যালোচনা করা হচ্ছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বীবেদি বিষয়টি নিয়ে নবান্নে বৈঠকে বসেছেন। রাজ্য পুলিশের ডিজি ও কলকাতার পুলিশ কমিশনারের উপস্থিতিতে ওই বৈঠকে ঘটনার পর্যালোচনার পাশাপাশি মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরও মজবুত করার বিষয়েও আলোচনা চলছে বলে প্রশাসনিক সূত্রে […]
আলুর দাম নিয়ন্ত্রণে হিমঘরে মজুদ থাকা আলু দ্রুত বের করার উদ্যোগ নিচ্ছে সরকার।
কলকাতা, ১১ মে:- বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে রাজ্য সরকার হিমঘরে মজুত থাকা আলু দ্রুত বের করার উদ্যোগ নিচ্ছে। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন যাতে দ্রুত হিমঘরের মজুত আলু বাজারে ছাড়া হয় সেব্যাপারে তিনি নিজে হিমঘর মালিকদের সঙ্গে কথা বলছেন। পাঞ্জাব থেকে আলু আমদানি করেও দাম নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। আলুর দামের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের সমস্যার […]