হুগলি, ১২ আগস্ট:- প্রতারণার ঘটনায় ধৃতের নাম সাগর প্রসাদ। ভদ্রেশ্বর থানার অ্যাঙ্গাসের নতুন গ্রামে ভাড়া বাড়িতে থাকত। পেশায় দিন মজুর।৮ অগষ্ট শ্রীরামপুরে বিপিদে স্ট্রীটের সোনার দোকানে ক্রেতা সেজে ঢোকে। সোনার হার ও রুপোর পেন দেখে অন্নপ্রাশনের উপহার কিনবে বলে। দুপুরে রেইকি করার পর সন্ধ্যায় ফের দোকানে যায়। সোনার হার নিয়ে নারাচারা করার সময় হলমার্ক দেখার অছিলায় মোবাইলের টর্চ জ্বেলে পরীক্ষা করতে থাকে।
দোকানের মালিক অন্যমনস্ক হতেই সটান সোনার হার নিয়ে চম্পট দেয় প্রতারক। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ট্রেনে করে বর্ধমান লোকাল ধরে বৈদ্যবাটি নেমে যায় প্রতারক। তারপর একটি টোটোয় চেপে ভদ্রেশ্বর অ্যঙাসের নতুন গ্রামের বাড়ি যায়। সোমবার রাতে ঘুমিয়ে থাকার সময় পুলিশ গিয়ে সাগর কে প্রথমে আটক ও পরে গ্রেপ্তার করে।