কলকাতা, ৬ মার্চ:- বিজেপির আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আজ বিধানসভায় কোনও আলোচনা হল না। ওই প্রস্তাবের ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হচ্ছে বলে অধিবেশনের দ্বিতীয়ার্ধের শুরুতে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। তিনি বলেন অধ্যক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি সদস্যরা তাঁর বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন ফিরহাদ হাকিম সহ সরকার পক্ষের অন্যান্য বিধায়করা তার পাল্টা প্রস্তাব জমা দিয়েছেন। যেখানে অধ্যক্ষের প্রতি পূর্ণ আস্থা জ্ঞাপন করা হয়েছে। দুটি প্রস্তাবের বক্তব্য পরস্পরের সম্পূর্ন বিপরীত।
তাই আপাতত দুটি প্রস্তাব নিয়েই সিদ্ধান্ত স্থগিত রাখা হচ্ছে। প্রস্তাব দুটি ভালোভাবে বিবেচনার পরই তিনি এব্যাপারে নিজের সিদ্ধান্ত জানাবেন বলে অধ্যক্ষ ঘোষণা করেন। এদিকে অধ্যক্ষের এই ঘোষণার পরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সিদ্ধান্তের প্রতিবাদ জানান। কৌশলে তাঁদের আনা প্রস্তাব বাতিল করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে বিরোধী দলনেতার নেত্বিত্বে অন্যান্য বিজেপি সদস্যরা অধ্যক্ষের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর বিরোধী দলনেতা র নেতৃত্বে বিজেপি সভা থেকে ওয়াক আউট করে।