এই মুহূর্তে জেলা

ওভারহেড গেট ভেঙে পড়ল বৃষ্টিতে, যান চলাচল ব্যহত হুগলিতে।

হুগলি, ২৭ জুলাই:- কন্যা সুরক্ষা যাত্রায় আগামী কাল শুভেন্দু অধিকারী মগড়ায় আসার কথা। বিকালে মিছিল ও সভা করবেন তিনি। তার প্রচারে বিভিন্ন জায়গায় ব্যানার ওভারহেড গেট করে হুগলি বিজেপি। পোলবার সুগন্ধায় দিল্লী রোডের উপর একটি গেট করা হয়েছিল। আজ রাত আটটা নাগাদ হঠাৎ দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়। একটি দাঁড়িয়ে থাকা গাড়ির উপর ভেঙে পরে ওভারহেড গেট।

ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে কলকাতা ও বর্ধমান মুখি দুদিকের রাস্তাই বন্ধ হয়ে যায়। ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ লাইন পরে রাস্তায়। পাশেই পোলবা থানার পুলিশ ক্যাম্প রয়েছে। পুলিশ কর্মি ও স্থানীয় লোকজন বৃষ্টির মধ্যেই ভেঙে পরা গেটের বাঁশ কেটে রাস্তা পরিষ্কার করার পর যান চলাচল শুরু হয়।