এই মুহূর্তে জেলা

সিঙ্গুর আন্দোলনের কৃষকদের সম্মান জানাতে তৈরি হলো, সিঙ্গুর স্মৃতিসৌধ।

হুগলি, ১২ ফেব্রুয়ারি:- সিঙ্গুরের কৃষি আন্দোলনে সংগ্রামী কৃষকদের সন্মান জানাতে সিঙ্গুরের সিংহেরভেরি এলাকায় ‘সিঙ্গুর স্মৃতিসৌধ’ তৈরি করা হয়েছে। সোমবার আরামবাগের কালিপুর প্রশাসনিক সভা থেকে ভার্চুয়ালী উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষি জমি আন্দোলনের আঁতুর ঘর সিঙ্গুরে প্রকল্প এলাকার আন্দোলনের পীঠস্থান সিংহেরভেরি মৌজায় দুর্গাপুর এক্সপ্রেসওয়ে পাশে মহাপ্রভু আশ্রমে তৈরি করা হয়েছে এই স্মৃতিসৌধ। সুপ্রিমকোর্টের নির্দেশে সিঙ্গুরে ২০১৬ সালে সিঙ্গুরের কৃষকদের জমি ফেরত দিয়ে সর্ষে বীজ ছড়িয়ে ছিলেন।

সেই সময় মুখ্যমন্ত্রী সিঙ্গুরের আন্দোলোন কারীদের সন্মান জানাতে ঘোষণা করেছিলেন স্মৃতিসৌধ তৈরি করবেন। সেইমত প্রকল্প এলাকার ভিতর এই মহাপ্রভু আশ্রমে তৈরি করা হয়েছে এই স্মৃতিসৌধ। আর এই স্মৃতিসৌধ কে ঘিরে তৈরি হয়েছে শিশুদের জন্য পার্ক। রাজ্য সরকারের পূর্ত দফতরের আর্থিক সহযোগিতায় ৭ কোটি টাকা ব্যয়ে এই পার্কে রয়েছে জোড়া হাতি, জোড়া জিরাফ, দোলনা, বসার চেয়ার করা হয়েছে। এই স্মৃতিসৌধ তৈরি হওয়ায় খুশি সিঙ্গুরের কৃষিজমি আন্দোলনের কৃষকরা।