হুগলি, ১৮ জুলাই:- আজ দূর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যাবেন বলেও যাননি দিলীপ ঘোষ। পরে দিল্লী যাওয়ার সময় বিমান বন্দরে বলেন, আমাকে দল ডাকেনি কর্মিরা ডেকেছিল। এর আগেও মে মাসে প্রধানমন্ত্রীর আলিপুর দুয়ারের সভায় ডাক পাননি দিলীপ ঘোষ। নতুন রাজ্য সভাপতি হওয়ার পর শমীক ভট্টাচার্যের সম্বর্ধনা অনুষ্ঠানেও ডাক পাননি। পরে গিয়ে যদিও শমীকের সঙ্গে দেখা করে সৌজন্য বিনিময় করেন। দিঘা জগন্নাথ মন্দিরে সস্ত্রীক গিয়েছিলেন দিলীপ ঘোষ। দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তারপর মুখ্যমন্ত্রী সম্বন্ধে তার বক্তব্য ছিল দলের লাইন বিরোধী মনে করছে রাজনৈতিক মহল।
তাই দিলীপ ঘোষ এখন বিজেপিতে ব্রাত্য। তার রাজনৈতিক ভবিষ্যৎ কি তা নিয়ে চলছে জল্পনা। ২১ জুলাই তৃনমূলের ধর্মতলা সভায় তাকে দেখা যেতে পারে এমন জল্পনাও চলছে। আর এই সময় চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, রাজনৈতিকভাবে দিলীপ ঘোষের আমি বিরোধী। কিন্তু ব্যক্তি দিলীপ ঘোষের প্রতি আমি দুর্বল। দিলীপ দা কে বিজেপি যে অসম্মান করছে সেটা দিলীপ দাই বলবে। বাংলার মানুষ বিজেপিকে দেখছে। যত চোর চিটিংবাজ এর আখড়া। যারা বিজেপিকে শক্তিশালী করল বাংলায় তারাই আজকে দলের বাইরে।