তরুণ মুখোপাধ্যায়,২১ এপ্রিল:- হুগলি জেলা শাসকের জারি করা এক বিজ্ঞপ্তি তে বলা হয়েছে জেলার বেশ কিছু পৌরসভার ওয়ার্ড গুলি এবং কিছু কিছু ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের অঞ্চলগুলি করোনা প্রবন এলাকা বলে চিহ্নিত করা হয়েছে ।এই সমস্ত এলাকায় সরকারি নির্দেশিকা কঠোর মানা হবে। এই সব অঞ্চলের দোকান অফিস সব কিছু বন্ধ থাকবে বলে ঘোষণা করা হয়েছে। তবে কিছু কিছু সরকারি অফিস এবং কয়েকটি অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহের অফিস এবং আইটি সেক্টরে কিছু কিছু অফিস ছাড়া সমস্ত কিছু বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে যেগুলি খোলা থাকবে তাতে 25% কর্মী নিয়ে কাজ করতে হবে । এ বিষয়ে বলতে গিয়ে রিষড়া পৌরসভার পৌরপ্রধান বিজয় সাগর মিস্র জানান আমরা ডিএম সাহেবের এই সার্কুলার পেয়েছি। সমস্ত রকম ব্যাবস্থা আমাদের পৌর এলাকায় নেয়া হয়েছে । এবং যাতে মানুষের জমায়েত না হয মানুষ যাতে সোশ্যাল ডিস্টানসিং এর মধ্যে থাকেন সে ব্যাপারে পুলিশ প্রশাসন ছাড়াও পুরসভার পক্ষ থেকে নগরবাসীকে সর্বদা সচেতন করা হচ্ছে , তার সঙ্গে সঙ্গে পুর এলাকায় বিভিন্ন জায়গায় আমরা ড্রোনের সাহায্য নিচ্ছি। ড্রোনের পাঠানোর ছবি থেকে আমরা আইডেন্টিফাই করতে পারছি যে কোন কোন এলাকায় মানুষজন পথে বেরিয়েছেন।
এবং সেই সমস্ত এলাকাবাসীদের আমরা সতর্ক করছি । এবং প্রয়োজনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এর সঙ্গে সঙ্গে তিনি দাবি করেছেন এখনো পর্যন্ত রিষড়ায় কোন করোনা পজিটিভ কেস নেই । তবে তিনি বলেন যে তার মানে এই নয় যে আমরা হাত গুটিয়ে বসে থাকব । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠোর নির্দেশে এই সময় কোন রকম গাফিলতি চলবে না। মানুষকে ঘরে থাকতে হবে তার সঙ্গে সঙ্গে মানুষের পাশে দাঁড়াতে হবে । এই দুর্দিনে এলাকার কোনো নিরন্ন মানুষ যেন না থাকেন।এবং আমরা সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছি। বলে জানালেন পুর প্রধান বিজয় বাবু।অন্যদিকে পুলিশ প্রশাসন ও এ ব্যাপারে যথেষ্ট কঠোর ।হুগলি জেলার যে সমস্ত বর্ডার গুলো রয়েছে সেখানে প্রতিনিয়ত নাকা চেকিং চলছে ।এবং অন্য জেলা থেকে এই জেলায় কেউ ঢুকছে কিনা সেই ব্যাপারে তারা কঠোরভাবে লক্ষ্য রাখছেন । এবং বিভিন্ন জায়গায় মাইকিং এর সাহায্যে প্রচার চালাচ্ছেন। এবং মানুষকে বোঝানো হচ্ছে এই মারণ ব্যাধির বিপদ সম্বন্ধে।Related Articles
আন্দোলনের নামে কাজে ফাঁকি, এইসব কর্মচারীদের আর্থিক জরিমানা করবে রাজ্য।
কলকাতা, ১৯ ডিসেম্বর:- রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ কেন্দ্রের হারে মহার্ঘ্য ভাতা দেওয়ার দাবিতে আন্দোলন করে চলেছেন। সেই আন্দোলনের জেরে দেখা যাচ্ছে এক শ্রেনীর কর্মচারীরা অফিসে নামমাত্র উপস্থিতি দিচ্ছেন। কার্যত তাঁরা কোনও কাজই করছেন না। আন্দোলনের কথা বলে তাঁরা আদতে কাজে ফাঁকি মেরে বেড়াচ্ছেন। এই নিয়ে রাজ্যের শীর্ষ প্রশাসনিক স্তরে অভিযোগ গিয়েছে। এবার এই সব কর্মচারীদের […]
ঝাড়গ্রামে প্রথম কন্টেইনমেন্ট জোন , ১০ আগস্ট পর্যন্ত কন্টেইনমেন্ট জোনে বন্ধ থাকবে দোকানপাঠ।
ঝাড়গ্রাম ,৪ আগস্ট:- পরপর তিনদিন করোনা আক্রান্তের হদিশ মেলায় ঝাড়গ্রামে এই প্রথম একটি এলাকাকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করল ঝাড়গ্রাম জেলা প্রশাসন। জেলা প্রশাসন জানিয়েছে, শহরের জুবিলি মার্কেট, সব্জি মার্কেট, সুভাষচক সংলগ্ন মার্কেট, কোর্ট রোড চত্বর এলাকা, স্টেশন লাগোয়া এলাকা কন্টেইনমেন্ট জোনের মধ্যে পড়ছে। এই এলাকায় লকডাউন চলবে। আপাতত ১০ আগস্ট পর্যন্ত এই এলাকাগুলিতে দোকানপাঠ খোলায় […]
গোঘাটে তৃণমূল প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ দলের উপপ্রধান সহ সদস্যদের।
হুগলি , ২২ জুলাই:- পঞ্চায়েতে ব্যাপক বেনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তৃনমুল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ দেখালো উপপ্রধানসহ পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার গোঘাট এক নম্বর ব্লকের কুমুড়শা পঞ্চায়েতে। এদিন পঞ্চায়েত অফিসে চাবি দিয়ে বিক্ষোভ দেখান তারা। অভিযোগ পঞ্চায়েত সদস্যদের নিয়ে জেনারেল মিটিং ও অর্থের মিটিং না করে একতরফা ভাবে কাজ করছেন। তাদের […]