এই মুহূর্তে জেলা

হিন্দু-হিন্দু ভাই-ভাই তবু তেলের দামে লোটা চাই? শ্রীরামপুরে তৃণমূলের পোস্টারকে ঘিরে চাঞ্চল্য।

হুগলি, ১৯ মার্চ:- আজ পোলবার গোস্বামী মালিপারায় বিজেপির হিন্দু-হিন্দু ভাই ভাই দেওয়াল লিখন দেখা যায়। অন্যদিকে শ্রীরামপুরে তৃনমূলের ব্যানার পড়ল তার পাল্টা। বুধবার সকাল থেকেই শ্রীরামপুর শহরের একাধিক জায়গায় এরূপ ব্যানার দেখা যায়। শ্রীরামপুর বটতলা, স্টেশন রোড, ফেরিঘাট সংলগ্ন এলাকায় বিভিন্ন এলাকায় ব্যানার ঝুলতে দেখা যায়। ব্যানারে নিচে লেখা আছে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইটি ও সোশ্যাল মিডিয়া শাখা। বিভিন্ন ব্যানারে বিভিন্ন ধরনের লেখা। কোথাও লেখা আছে হিন্দু-হিন্দু ভাই ভাই তবু তেলের দামে লোটা চাই? আবার কোথাও হিন্দু যদি ভাই ভাই গ্যাসে কেন ছাড় নাই? খুব সাধারণভাবেই শ্রীরামপুর শহরের বুকে এই ব্যানার পড়াকে কেন্দ্র করে রাজনৈতিক চাপান উতর শুরু হয়েছে।

২০২৬-এ বিধানসভা নির্বাচনের আগেই হিন্দু ভোটকে অস্ত্র করে এগোতে চাইছে বিজেপি তার পাল্টা জবাবও দিচ্ছে তৃনমূল। কলকাতার পর আজ শ্রীরামপুরে একই ধরনের ব্যানার পড়ল তৃনমূলের তরফে। তৃণমূল আইটি সেলের সদস্য রূপ মুখার্জী বলেন বিজেপির এই হিন্দু প্রেম শুধু মাত্র ভোটের জন্য। বিজেপির হিন্দু প্রেম হচ্ছে হিন্দু মেরে হিন্দু প্রেম। আমরা পোস্টার না লাগালেও সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছে, সাধারণ মানুষ জেনে গেছে। বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক ইন্দ্রনীল দত্ত জানান এতেই পরিষ্কার হয়ে যাচ্ছে তৃণমূল হিন্দু বিরোধী। তারা পশ্চিমবঙ্গ কে হিন্দু শূন্য করতে চাই।২০২৬ শে সমস্ত হিন্দুরা তৃণমূল সরকার কে উৎখাত করে ছাড়বে।