এই মুহূর্তে জেলা

অভিষেককে নিয়ে হাওড়া তৃণমূল যুব সভাপতির পোস্ট, সমাজ মাধ্যমে শুরু রাজনৈতিক তরজা।

হাওড়া, ১৭ মার্চ:- সেনাপতি ছিলেন, আছেন, থাকবেন। এবার ২৬শে পথ দেখাবে সেনাপতি। হাওড়া সদরের তৃণমূল যুব সভাপতি কৈলাশ মিশ্র সমাজ মাধ্যমে এমনই পোস্ট করেছেন যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি রাজ্য সম্পাদক উমেশ রায় কটাক্ষ করেছেন তৃণমূলকে। তিনি বলেন এই পোস্ট থেকে বোঝা যায় শাসকদলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। হাওড়ায় তৃণমূলের দুটো গোষ্ঠী রয়েছে একটি মমতা বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী ও আরেকটি অভিষেক বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী। দুজনের অনুগামীরা দুজনকে সামনে এনে মাঝেমধ্যে এসব পোস্ট করে।

অভিষেক অনুগামীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামীদিনে নেতা মানতে চায়না। ২০২৬ এর নির্বাচনের আগে তাই সেনাপতির কথা লিখছে।বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়ে যুব সভাপতি কৈলাশ মিশ্র বলেন, গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপিতে আছে তৃণমূলে নেই। তাদের উদ্দ্যেশ্য সেনাপতির দেখানো পথে জয়ী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করা। আসলে বিজেপি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পায় বলে এসব মন্তব্য করছে।