এই মুহূর্তে জেলা

‘রাজীব ব্যানার্জি’কে স্বাগতম’, পোস্টার-ব্যানার পড়লো ডোমজুড়ে।

হাওড়া, ১১ মার্চ:- হাওড়া ডোমজুড় বিধানসভা কেন্দ্রে আবারও পড়লো পোস্টার। ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক রাজীব ব্যানার্জিকে ঈদ উপলক্ষে স্বাগত জানিয়ে বাঁকড়া এক দুই ও তিন নম্বর পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় লাগানো হলো শুভেচ্ছা পোস্টার-ব্যানার। পোস্টারে লেখা, “রাজীব ব্যানার্জিকে স্বাগতম, তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ।”

রাজীব অনুগামীরা সাফ জানিয়েছেন, ২০১১ থেকে ২০২১ অবধি রাজীব ব্যানার্জীর অনেক অবদান পার্টিতে রয়েছে। পাশাপাশি ডোমজুড়ের মানুষের কাছে তিনি জনপ্রিয় নেতা। পার্টির সিদ্ধান্তে তাঁকে আবার ঘরে ফেরানো অর্থাৎ দলে ফেরানো হয়েছে। পাশাপাশি ডোমজুড়ের মানুষও তাকে পুনরায় ডোমজুড়ে চাইছেন, কর্মীরা তাও এদিন সাফ জানিয়ে দেন।