হুগলি, ১ মার্চ:- গত ২৪ ফেব্রুয়ারী পানাগড়ে মর্মান্তিক দূর্ঘটনায় মৃত্যু হয় চন্দননগরের নৃত্য শিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। ঘটনার দিন সুতন্দ্রার গাড়ির চালক ও সঙ্গীরা দাবী করেছিলেন ইভটিজিং হয়েছিল।তাদের গাড়িতে ধাক্কা মেরে তাদের গাড়িকে ধাওয়া করা হচ্ছিল। জাতীয় সড়ক থেকে নেমে গাড়ি সার্ভিস রোডে গিয়ে দূর্ঘটনায় পরে গাড়ি। এরপর কয়েকটা দিন কেটে যায়। সাদা গাড়ির মালিক বাবলু যাদব গ্রেফতার হয়েছে। সুতন্দ্রার গাড়িতে যারা ছিলেন তাদের বয়ান নিয়েছে আদালত। এরপর দেখা যায় সুতন্দ্রার গাড়ির চালক রাজদেও শর্মা দাবী করেন, সুতন্দ্রা বলেছিল সাদা গাড়িকে ধাওয়া করে ধরতে। তাই তিনি একশ কিমি বেগে গাড়ি ছুটিয়ে দূর্ঘটনায় পরেন।
আজ চন্দননগর থানায় সুতন্দ্রার মা তনুশ্রী চ্যাটার্জি একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগে তিনি লেখেন,ইভটিজিং মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং মেয়ের মৃত্যুর ঘটনায় অভিযোগ। নিয়ন্ত্রণহীন গাড়ি চালায় দুটি গাড়ি, দূর্ঘটনায় মেয়ের মৃত্যুর জন্য দায়ী দুটি গাড়িতে যারা ছিল তারা সবাই। সেদিন গাড়ির চালকও সওয়ারীরা জানিয়েছিল। সাদা গাড়িতে বাবলু আর যারা ছিলেন তারা মদ্যপ ছিলেন। দুটি গাড়ির গতির জন্য এই ঘটনা। মেয়ের মৃত্যুর জন্য যে বা যারা দায়ী হোক তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিক। প্রথম দিনে যে অভিযোগ কাঁকসা থানায় গায়ে হয়েছিল তার ভিত্তিতে তদন্ত শুরু করে কাঁকসা থানার পুলিশ। এবার চন্দননগর থানাতেও আরো একটি অভিযোগ দায়ের হলো। তনুশ্রী দেবী জানান পুলিশে তাদের আস্থা রয়েছে তিনি মেয়ের সঠিক বিচার পাবেন।