হাওড়া, ৯ জানুয়ারি:- বৃহস্পতিবার থেকে শুরু হলো সিপিএমের হাওড়া জেলা সম্মেলন। এই উপলক্ষে হাওড়ায় প্রকাশ্য এক জনসভায় সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে কার্যত একহাত নেন। এদিন তিনি বলেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসাবে এই সম্মেলনে আলোচনা হবে। বিভিন্ন বিষয়ে মূল্যায়ন করা হবে। এছাড়াও গত ছয় বছর হাওড়া পুরসভায় নির্বাচন না হওয়ার কারণে অবিলম্বে নির্বাচনের দাবি করেন তিনি। ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্প নিয়েও কটাক্ষ করেন তিনি। তিনি বলেন, এতেই প্রমাণ হচ্ছে এরাজ্যে মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিতে কোনও চিকিৎসা হয় না।
মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী হিসেবেও ব্যর্থ। এদিন তৃণমূল-বিজেপির সেটিং এর তত্ত্ব আরও একবার তুলে ধরেন মহম্মদ সেলিম। বৃহস্পতিবার বিকেলে হাওড়া ময়দানে হাওড়া জেলা সিপিআইএমের ২৬তম জেলা সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে মঞ্চে এই কথাই বলেন তিনি। মঞ্চে বক্তব্য রাখার সময় তিনি বলেন, বিজেপি বলেছিল মোদীজী আসবে আচ্ছে দিন আসবে। বিদেশের কালো টাকা নিয়ে এসে সবাইকে পনেরো লক্ষ টাকা দেবে। কোথায় হল? বলেছিল মোদীজী পাকিস্তানের অধিকৃত কাশ্মীর ভারতের অংশভূত করবেন। উল্টে জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা তুলে জেলখানায় পরিনত করেছেন বলে তিনি জানান।