এই মুহূর্তে জেলা

স্কুল, কলেজের ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রি বন্ধে পুলিশের অভিযান বালিতে।

হাওড়া, ৩০ নভেম্বর:- COTPA আইনের অধীনে স্কুল, কলেজের ১০০ মিটার ব্যাসার্ধের মধ্যে বিভিন্ন দোকানে তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ করার জন্য বালি, বেলুড় এবং নিশ্চিন্দা থানা এলাকায় শনিবার হাওড়া সিটি পুলিশের তরফ থেকে এক বিশেষ অভিযান চালানো হয়। ভারতীয় ন্যায়সংহিতা দন্ডবিধি COTPA Act অনুসারে কোনও স্কুল, কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটার ব্যাসার্ধের মধ্যে কোনওরকম তামাক জাতীয় দ্রব্য যেমন সিগারেট, বিড়ি, গুটখা জাতীয় নেশার দ্রব্য বিক্রি করা বা তার বিজ্ঞাপন দেওয়া নিষিদ্ধ।

কিন্তু কিছু দোকানদার এবং অসাধু ব্যবসায়ী এই নিয়ম লঙ্ঘন করে সেগুলো বিক্রি করে চলেছেন। যার ফলে অল্পবয়সীরাও বিভিন্ন সময়ে ড্রাগ অ্যাডিক্ট হয়ে পড়ছে। সেইদিকে লক্ষ্য রেখেই হাওড়া সিটি পুলিশের এসিপি-২ আনন্দজিৎ হোর এর নেতৃত্বে পুলিশবাহিনী বালি, বেলুড় এবং নিশ্চিন্দা থানা এলাকার বিভিন্ন দোকানে রেইড করে। আজ তাদের সতর্ক করে এবং স্বল্পমূল্যের ফাইন করে ছেড়ে দেওয়া হলেও আগামী দিনে একই কাজ করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এদিন জানানো হয়।