এই মুহূর্তে জেলা

মানসিক ভারসাম্যহীন দুই মহিলাকে ঘরে ফেরালো চুঁচুড়ার আরোগ্য।


হুগলি, ১০ সেপ্টেম্বর:- মানসিক ভারসাম্যহীন ২ মহিলাকে ঘরে ফেরলো চুঁচুড়া আরোগ্য। গত রবিবার রাত এগারোটা নাগাদ থানার পুলিশ বছর ৩৫ এর এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে উদ্ধার করে। এরপরে খবর দেওয়া হয় চুঁচুড়ার স্বেচ্ছাসেবের সংগঠন আরোগ্যকে। এরপর ওই মহিলাকে আনা হয় আরোগ্যর সদর দপ্তরে। জিজ্ঞাসাবাদ করে জানা যায় মহিলার নাম স্বাদেশ্বরী দাস মন্ডল। বাড়ি মুর্শিদাবাদ লালবাগ তেতুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। এরপর এই খবর দেওয়া হয় স্থানীয় পঞ্চায়েতে‌। সেখান থেকে মহিলার পরিবারে খবর দেওয়া হলেও তাকে বাড়ি ফিরিয়ে নিতে অস্বীকার করেন বাবা মা ও অন্যান্য পরিজনেরা। এরপর গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা ওই মহিলার আত্মীয় কানন দাস মন্ডল এদিন সকালে আরোগ্যের সদর দপ্তরে এসে উপস্থিত হন। বৌদিকে ফিরে পেয়ে আরোগ্যকে কৃতজ্ঞতা জানাতে গিয়ে চোখে জল কারণ বাবুর।

অন্যদিকে হুগলির তিন নম্বর গেট থেকে আরো এক মানসিক ভারসাম্যহীনকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। এরপর পুলিশ মারফত আরোগ্যয় ওই মানসিক ভারসাম্যহীনকে আশ্রয় দেওয়ার আবেদন আসতেই আরোগ্য সদস্যরা তাকে নিয়ে আসে আরোগ্য সদর দপ্তরে। জিজ্ঞাসাবাদের পর জানা গিয়েছে ওই মহিলা নদিয়া মদনপুরের বাসিন্দা নাম শুক্লা ভকত। আরোগ্য তরফ থেকে স্থানীয় থানায় যোগাযোগ করে মহিলার খবর জানানো হয় তার পরিবারে। আজ তাকে বাড়ি ফিরিয়ে নিতে আরোগ্য দপ্তরে আসেন দাদা দিলীপ কুমার ভকত। বোনকে ফিরে পেয়ে খুশি তিনি। এ বিষয়ে আরোগ্যের পৃষ্ঠপোষক ইন্দ্রজিৎ দত্ত জানান মানসিক ভারসাম্যহীন মানুষদের একটু শুশ্রূষা করলেই তারা একসময় স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। তবে এই দুজন মানসিক ভারসাম্যহীন মহিলার বয়স কম তাই পরিবারের উচিত তাদের খেয়াল রাখার। দুজনকেই পরিবারের ফিরিয়ে দিতে পেরে খুশি আরোগ্যের সদস্যরাও।