উলুবেড়িয়া,১৬ এপ্রিল:- করোনা সংক্রমণ ঠেকাতে এবার ‘ডক্টর্স অন কল’ পরিষেবা চালু করল বাগনানের মুগকল্যাণ ব্লক হাসপাতাল। এর ফলে একটি নির্দিষ্ট ফোন নম্বরের মাধ্যমে রোগীরা হাসপাতালে না এসেও শারীরিক চিকিৎসার জন্য চিকিৎসকদের পরামর্শ নিতে পারবেন। সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে বলে জানিয়েছেন বাগনান-২ ব্লক স্বাস্থ্য আধিকারিক বিনয় রায়। তিনি জানান মোবাইল নম্বরের মাধ্যমে তাঁর সঙ্গে হাসপাতালে অন্যান্য চিকিৎসকরা রোগীদের প্রাথমিক চিকিৎসার কাজ করবেন। প্রয়োজন মনে করলে যে কোনও রোগীকে হাসপাতালে এনে চিকিৎসা করা হতে পারে। ক্ষেত্রবিশেষে আশা কর্মীদেরও রোগীর বাড়িতে পাঠিয়ে চিকিৎসা পরিষেবা দেওয়া যেতে পারে।
উলুবেড়িয়ার মহকুমা শাসক তুষার সিংলা জানিয়েছেন হাওড়া গ্রামীণ এলাকার অন্যান্য হাসপাতালগুলিতেও এই ব্যবস্থা কার্যকর করা হবে। বর্তমান লকডাউন পরিস্থিতির মধ্যে দূরদূরান্ত থেকে রোগীরা হাসপাতালে আসতে পারছেন না। মূলতঃ সেইসব রোগীদের কথা ভেবেই এই পরিষেবা চালু করা হয়েছে। তাছাড়াও এই সিদ্ধান্তের ফলে যেমন বাইরে থেকে হাসপাতলে করোনা সংক্রমণের সম্ভাবনা কমবে তেমনি বহিরাগত রোগীরাও সুরক্ষিত থাকবেন।সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই হেল্পলাইন নম্বরটি প্রচার করা হয়েছে বলে তিনি জানান। এই নম্বরটি হল- ৯৭৭৫৬৪৩১১৬। হাসপাতালটিতে বর্তমানে বাগনান-২ পঞ্চায়েত সমিতির ৭ টি গ্রাম পঞ্চায়েতের মানুষ চিকিৎসা পরিষেবা পেয়ে থাকেন। এছাড়াও শ্যামপুর-২ পঞ্চায়েত সমিতি এলাকার মানুষরাও এখান থেকে চিকিৎসা পরিষেবা পান। ৬২ শয্যার এই হাসপাতালটি এখন গ্রামীণ এলাকার মানুষের আশা-ভরসার কেন্দ্রস্থল হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন এই হাসপাতালের বহির্বিভাগে প্রায় ৫০০ রোগীর চিকিৎসা হয়। বাগনানের বিধায়ক অরুণাভ সেন বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ব্লক হাসপাতালটিকে ঢেলে সাজানো হয়েছে। প্রত্যন্ত গ্রামীণ এই এলাকার অধিকাংশ মানুষই দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন। নার্সিংহোমে গিয়ে উচ্চমূল্যে চিকিৎসা পরিষেবা কেনার ক্ষমতা তাঁদের নেই। সেই সব মানুষ এখন এই হাসপাতালটির উপরেই নির্ভরশীল। বাগনান-২ বিডিও সুমন চক্রবর্তী জানান হাসপাতালে উন্নত চিকিৎসা পরিষেবা অব্যাহত রাখতে সরকারিভাবে সমস্ত রকম সহযোগিতা করা হবে।Related Articles
কালীপুজোর প্রাক্কালে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের বিশেষ অভিযান , হাওড়ায় উদ্ধার শব্দবাজি , গ্রেফতার ১।
হাওড়া , ৪ নভেম্বর:- কালিপুজো ও দীপাবলীর প্রাক্কালে বাজি উদ্ধারের ঘটনায় বড়সড় সাফল্য পেল হাওড়া হাওড়া সিটি পুলিশ। মঙ্গলবার হাওড়া সিটি পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ(ইবি) এবং দাসনগর থানা যৌথভাবে হানা দিয়ে ইছাপুরের একটি দোকান থেকে বাজেয়াপ্ত করে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি। এই শব্দবাজি সংগ্রহ, বিক্রি এবং সরবরাহের অভিযোগে পুলিশ এক বিক্রেতাকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রের খবর […]
রাজ্য বিধানসভা পরিদর্শনে দিল্লি বিধানসভার অধ্যক্ষ।
কলকাতা, ১১ আগস্ট:- কলকাতা সফরে এসে আজ রাজ্য বিধানসভা ভবন পরিদর্শন করলেন দিল্লি বিধানসভার অধ্যক্ষ রামনিবাস গোয়েল। সেখানে তাঁকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানান রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের। এরপর তিনি বিধানসভা ভবন ঘুরে দেখেন এবং পরে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে গিয়ে তাঁর সঙ্গে কিছু বিষয় নিয়ে আলোচনা করেন বলে জানা গিয়েছে। Post Views: 360
এক একর জমিতে নিউটাউনে তৈরি হতে চলেছে আমলকি বন।
কলকাতা , ১৩ সেপ্টেম্বর:- এক একর জমিতে নিউটাউনে তৈরি হতে চলেছে আমলকি বন। নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি(এনকেডিএ) এবং একটি স্বেচ্ছাসেবী সংস্থার( নিউটাউন কলকাতা কেয়ার ফাউন্ডেশন) যৌথ উদ্যোগে নিউটাউনকে সবুজায়নের লক্ষ্যে এবার নিউটাউনের এক্সশন এরিয়া তিন এ আমলকি বন তৈরি করা হচ্ছে। ২০০টি আমলকি গাছ লাগানো হয়েছে। আজ আমলকি গাছ লাগিয়ে আমলকি বন এর সূচনা করলেন […]