উঃ২৪পরগনা, ২৮ আগস্ট:- নির্যাতিতা তরুণীর পরিবারের সাথে দেখা করতে আসলেন ‘আমরা আক্রান্ত’ মঞ্চের ৯ সদস্যের এক প্রতিনিধি দল। বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ প্রতিনিধি দলের সদস্যরা আসেন। যদিও ওই পরিবারে সদস্যের সাথে কথা বলার অনুমতি মেলে অম্বিকেশ মহাপাত্র’এর নেতৃত্বে তিনজন সদস্যের। বাবা-মার সাথে দেখা করে এই মামলার তদন্তের অগ্রগতি নিয়ে কথা হয়। পাশাপাশি নির্যাতিতার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন আমরা আক্রান্তের প্রতিনিধি দলের সদস্যরা। অম্বিকেশ জানান আমাদের রাজ্যে দুষ্কৃতী, শাসক দল এবং পুলিশ মিলে দুর্নীতি, দূরবীত্তায়নকে প্রশ্রয় দিচ্ছে। এবং তারই মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী তোমার লোপাট করার জন্য বিভ্রান্ত করার জন্য যত রকম কৌশল আছে তার সব কৌশলী ব্যবহার করতে শুরু করেছেন।
প্রতিনিধি দলের সদস্যদের কাছে নির্যাতিতার বাবা জানান বিচার ব্যবস্থার উপর এখনো আস্থা আছে, কিন্তু প্রশাসনের উপরে নেই। যারা আন্দোলন করছে এই আন্দোলনটা যেন জারি থাকে এবং আন্দোলনকারীদের উপরে ভরসা রাখতে চাইছেন তিনি। অন্যদিকে গাইঘাটার প্রতিবাদী মুখ বরুন বিশ্বাসের দিদি প্রমিলা রায় বিশ্বাস জানান ‘প্রায় ২১ দিন হয়ে গেল, এখন মুখ্যমন্ত্রী ফোঁস করার কথা বলছেন। প্রশাসনের মাথা থেকে মুখ্যমন্ত্রী কার কাছে বিচার চাইতে যাচ্ছেন? এই মুখ্যমন্ত্রীই একটা সময় প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি পরিয়ে ঘোরাবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন, সেই মুখ্যমন্ত্রী এখন চাইছেন খুনি ধর্ষকরা যাতে ধরা না পড়ে।