হাওড়া,১৬ এপ্রিল:- লকডাউনের সময় হাওড়া সিটি পুলিশ সবসময় সকল শ্রেণীর মানুষের পাশে থাকার চেষ্টা করেছে। অনুভব করছে সকল মানুষের সমস্যার কথা। এই মহামারীর সময় মানুষ যাতে সরকারি নির্দেশ পালন করেন অক্লান্তভাবে সেই চেষ্টাই করে যাচ্ছেন তারা। এর পাশাপাশি দুর্গত মানুষদের পাশে থেকে বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এবার সেই ছবি দেখা গেল হাওড়া ডোমজুড়ে।ওই এলাকার যৌনকর্মীদের পাশে দাঁড়িয়ে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল হাওড়া সিটি পুলিশ। হাওড়া সিটি পুলিশ সূত্রের খবর, বুধবার ডোমজুড় এলাকায় তাদের হাতে খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়। এই প্রসঙ্গে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, লকডাউনের কারণে ডোমজুড়ের মধ্যপাড়া, ঘোষপাড়া রোড সহ বিভিন্ন এলাকার যৌনকর্মীরা খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করছে। তাদের সাহায্যের জন্য দুর্বার মহিলা সমিতির পক্ষ থেকে হাওড়া সিটি পুলিশের কাছে আবেদন করা হয়। সেই আবেদনে সাড়া দিয়েই তাদের সাহায্য করা হয় বলে জানানো হয়েছে।