হুগলি,১৬ এপ্রিল:- করোনার মত মহামারীর বিরুদ্ধে লড়াই করার জন্য সারা বিশ্ব আজ ঐক্যবদ্ধ। বিপন্ন মানব সমাজের পাশে সবাই দাঁড়াচ্ছেন । বিশেষ করে এই সংকটের দিনে দিন আনি দিন খাই রোজকার উপায় দিন চালান যেসব মানুষ আছেন তারা আজ মহা সঙ্কটের মধ্য দিন গুজরান করছেন।তাই এসব মানুষদের পাশে রাজ্য সরকার যেমন সাহায্য করছে তার সঙ্গে সঙ্গে বহু ব্যক্তি এবং সংগঠন এগিয়ে এসেছেন । তেমনি আজ শেওড়াফুলির করোনার মতো মহামারী কবলে গৃহবন্দি ৫০০ জন বৈদ্যবাটি শহরে দুঃস্থ মানুষদের খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করেন, বৈদ্যবাটি বাউন্ডারি মাঠে বিশিষ্ট সমাজসেবী পীযূষ প্রসাদ এইভাবে তার জন্মদিন পালন করলেন ।