এই মুহূর্তে জেলা

৪৮ ঘণ্টার মধ্যে ছিনতাই এর ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করলো চন্ডীতলা থানা।

হুগলি, ২২ আগস্ট:- ৪৮ ঘন্টার মধ্যে হুগলির চন্ডিতলা থানার পুলিশ ছিনতাই এর ঘটনায় অভিযুক্ত শিবু দেবনাথকে গ্রেফতার করে শ্রীরামপুর মহকুমা আদালতে পাঠানো হল। গত ১৬ ই অগাস্ট চন্ডিতলা থানার শিয়াখালার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে ঠিক বাড়ির সামনে থেকে টাকার ব্যাগ নিয়ে বাইকে চেপে চম্পট দেয়। এরপর গত ২০ তারিখে চন্ডিতলা থানায় স্বপ্না মুখার্জী অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে চন্ডিতলা থানার অফিসার ইনচার্জ জয়ন্ত পাল এর নেতৃত্বে পুলিশ ব্যাংক সহ রাস্তার সিসিটিভি ফুটেজ দেখে বাইকটি শনাক্ত করে।

আজ ভোর রাতে চন্ডিতলা থানার পুলিশ নদীয়া জেলার বিজপুর থানা এলাকার কল্যাণী থেকে গ্রেফতার করে। ধৃতকে আজ শ্রীরামপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। হুগলি গ্রামীন পুলিশের SDPO তমাল সরকার বলেন, ধৃতকে জেরা করে আরো একজন দুস্কৃতির নাম পাওয়া গিয়েছে। ছিনতাই হওয়া টাকা ও বাইক টি বাজেয়াপ্ত করেছে। ধৃতের বিরুদ্ধে আরো অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। আজ ধৃতের টিআই প্যারেড করা হবে আদালতে। ছিনতাই হওয়া টাকা ও পুলিশের কাজের প্রশংসা করেন স্বপ্না মুখার্জী।