হুগলী, ১২ আগস্ট:- ওয়ার্ডের বাথরুমের ভেতর থেকে দুটি সাপ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য হাসপাতাল চত্বরে। চুঁচুড়ার ইমামবাড়া সদর হসপিটালের এমএস টু ওয়ার্ডের বাথরুমের ভেতর দুটি সাপ রয়েছে লক্ষ্য করেন এক রোগী। এরপরই ওই রোগী ওয়ার্ডে থাকা সিস্টারদের কে বিষয়টি জানায়। খবর পৌঁছায় ওয়ার্ড মাস্টারের কাছে।
ওয়াডমাস্টার খবর দেন পশুপ্রেমিক চন্দন ক্লেমেন্ট সিংকে। খবর পাওয়া মাত্রই চন্দন পৌঁছে যান ইমামবাড়া সদর হসপিটাল। এমএস টু ওয়ার্ডের বাথরুমের ভেতর থেকে প্রথমে একটি কালাচ সাপ উদ্ধার করেন পরবর্তী সময়ে ওই ওয়ার্ডের বাথরুমের ভেতর থেকেই আরও একটি জলঢোঁড়া সাপ উদ্ধার করেছে। ওয়ার্ডের বাথরুমের ভেতর থেকে এইভাবে দুটি সাপ উদ্ধার হওয়ার ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রোগীর পরিবারের লোকেদের মধ্যে।