এই মুহূর্তে জেলা

দুঃসাহসিক চুরি হাওড়ায়, দরজা ভেঙে নগদ সহ গয়না নিয়ে চম্পট।

হাওড়া, ৭ আগস্ট:- গৃহস্থের বাড়ির দরজা ভেঙে চুরি হলো সোনার গয়না সহ নগদ টাকা। দু:সাহসিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুর থানা এলাকায়। ইয়াকুব আলি মন্ডল নামের এক ব্যক্তি জগৎবল্লভপুরের বড়দিপা আরবাদি এলাকায় নতুন বাড়ি করেছিলেন। প্রতিদিনই ওই বাড়িতে তিনি আসা-যাওয়া করতেন। বুধবার সকালে প্রতিদিনের মতোই ওই বাড়িতে তিনি এসে দেখেন এই ঘটনা। জানা গেছে, মঙ্গলবার রাতে কেউ বা কারা বাড়ির ছাদের ও ঘরের দরজা ভেঙে

আলমারির চাবি খুলে সোনার গহনা ও নগদ কিছু টাকা চুরি করে পালায়। ইয়াকুব আলি তাঁর পুরনো বাড়িতে থাকতেন এবং নতুন বাড়িতে প্রতিদিনই যাওয়া আসা করতেন। এদিন সকালে প্রতিদিনের মতো এসে দেখেন বাড়ির দরজা ভাঙা অবস্থায় রয়েছে এবং ভেতরে গিয়ে দেখেন রুমের ভিতরের আলমারি খোলা রয়েছে। চুরি গিয়েছে সর্বস্ব। জগৎবল্লভপুর থানার খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।