হাওড়া, ১ আগস্ট:- নিম্নচাপের বৃষ্টিতে বেহাল অবস্থা হাওড়ার বামুনগাছির। হাওড়া পুরসভার ৭নং ওয়ার্ডের অধীন এই রাস্তা এখন কার্যতই বানভাসি। রাস্তার পাশেই রয়েছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটি স্কুল।
একদিনের বৃষ্টিতেই এই রাস্তার এই করুণ দশা। জলে ভাসছে গোটা এলাকা। স্কুলের ছাত্রছাত্রীরা তো বটেই সাধারণ মানুষেরও জমা জলে দুর্বিষহ অবস্থা। অভিযোগ, জল নিকাশির স্থায়ী কোনও সমাধান না হওয়ায় পরিস্থিতি আরও বেহাল হয়েছে।