এই মুহূর্তে জেলা

চালু হতে চলেছে হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস।

হাওড়া, ৫ আগস্ট:- হাওড়া নিউ জলপাইগুড়ি, হাওড়া পুরীর পর চালু হতে চলেছে হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেস। শনিবার দুপুর আড়াইটা নাগাদ পাটনা থেকে বন্দে ভারত এক্সপ্রেস পৌঁছায় হাওড়া স্টেশনে। রেল সুত্রে খবর এই ট্রেনটি ইস্ট সেন্ট্রাল রেলওয়েজ এর ট্রেন। সকাল আটটায় ট্রেনটি পাটনা স্টেশন থেকে ছাড়ে। এরপর ট্রেনটি পাটনা সিটি স্টেশন, মোকামা, লক্ষীসরাই, জসিডি, আসানসোল স্টেশন হয়ে হাওড়া স্টেশনে পৌঁছায়।

মোট সময় লাগে সাড়ে ছ ঘন্টা। রেল আধিকারিকরা জানিয়েছেন যেখানে অন্যান্য ট্রেন পাটনা যেতে সাড়ে সাত থেকে আট ঘন্টার বেশি সময় লাগে সেখানে এই ট্রেনটি পৌঁছাবে সাড়ে ছয় ঘন্টায়। মোট ৫৩৫ কিলোমিটার দূরত্ব যাবে। রেল আধিকারিকরা আরো জানিয়েছেন সফল ট্রায়াল রানের পর এই ট্রেনটি খুব শীঘ্রই চালু হবে। অন্যান্য বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে যেসব সুযোগ সুবিধা আছে সেগুলি এই ট্রেনে পাওয়া যাবে। আজকের ট্রায়াল রানে শুধুমাত্র রেল আধিকারিকরা ট্রেনে যাত্রী ছিলেন। আজকেই ট্রেনটি আবার পাটনায় ফিরে যাবে।