এই মুহূর্তে জেলা

বেতনের দাবিতে বিক্ষোভ চাকদা পেপার মিলের শ্রমিকদের।

নদিয়া১৪ এপ্রিল:- একদিকে লক ডাউন আর অন্যদিকে বাংলা নববর্ষ। করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে কেন্দ্র ও রাজ্যের তরফে তা নিয়ন্ত্রনের জন্য নানা রকম পদক্ষেপ নেওয়া হলেও। গৃহবন্দি মানুষজনের পেটে টান ধরতে শুরু করেছে।অর্থের খুবই প্রয়োজন তাদের সকলের কাছে।এবার নদিয়ার চাকদা পেপার মিলের প্রায় ৪০০ শ্রমিক মাইনের টাকা না পাওয়ায় বিপাকে তারা। এদের মধ্যে বেশির ভাগ যুবক। আজ টাকার দাবিতে  বিক্ষোভ দেখান ওই মিলের শ্রমিকেরা। তারা লক ডাউনকে উপেক্ষা করে টাকার দাবিতে সোচ্চার হয়ে পড়েন।ঘটনায় ছুটে আসেন চাদুরিয়া ২ নং পঞ্চায়েতের কর্মকর্তা বনানী দাস।তিনি জানান চাকদা পেপার মিলে কর্মহীন হয়ে পড়েছেন যুবকেরা। এই দুর্ভিক্ষের সময় এখানকার শ্রমিকদের বকেয়া টাকা পাচ্ছেন না। কতৃপক্ষ কারন দেখিয়ে শ্রমিকদের চরম অসুবিধায় ফেলেছেন।উল্টোদিকে মালিক কতৃপক্ষ এম, এল লোহিয়া জানান ব্যাংকিং সিস্টেমে আটকে গেছে এসব শ্রমিকদের পাওনা টাকা।লক ডাউন না কাটলে তারা দিতে পারছেন না।অন্যদিকে মার্কেটেএর থেকে টাকা তোলা যাচ্ছে না লক ডাউনের ফাসা কলে।ফলে এই চরম অসুবিধা হচ্ছে তারপর অর্ডার নেই বিক্রি নেই পেপার।আমরা চেস্টা করছি সব সমস্যা সমাধান করে সকল শ্রমিকের পাওনা মিটিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দেন।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.