এই মুহূর্তে জেলা

একটি বুথে পরাজয়, দলেরই অপর গোষ্ঠীর হাতে নিগৃহীত তৃণমূল নেতা, সলপে উত্তেজনা।

c হুগলি, ৫ জুন:- লোকসভা ভোটে একটি বুথে (পার্টে) পরাজয় হলো কেন, অপর গোষ্ঠীর হাতে নিগৃহীত তৃণমূল নেতা। এই ঘটনায় শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের ডোমজুড় বিধানসভা এলাকায় সলপের ডাঁসীতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযোগ, মারধর করা হয় স্থানীয় এক তৃণমূল নেতা’কে।

ঘটনায় উত্তেজনা থাকায় বুধবার এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ ও র‍্যাফ। এলাকায় চলছে ধরপাকড়। এই ঘটনায় আটক বেশ কয়েকজন। পঞ্চায়েত ভোটের পর তৃণমূলে যোগ দেওয়া প্রাক্তন আইএসএফ কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।