এই মুহূর্তে জেলা

মোদি বলছে প্রতি ঘরে জল,তৃণমূল বলছে প্রতি ঘরে বোম চুঁচুড়া জনসভায় এসে বললেন প্রধানমন্ত্রী।


হুগলি, ১২ মে:- হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ও শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবীর শংকর বোসের সমর্থনে চুঁচুড়া মাঠে সভা করেন ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, তৃণমূলের নিজেদের কাজ হল গন্ডগোল ও জমি দখল। এখানে মাফিয়া রাজ চলছে। মোদি বলছে প্রতি ঘরে জল ,আর তৃণমূল বলছে প্রতি ঘরে বোম। গত কয়েকদিন আগে পান্ডুয়ার তিন নয় বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হয়েছিল এক শিশুর আহত হয় দুই শিশু। এদিন প্রধানমন্ত্রীর মুখে সেই ঘটনার কথাও উঠে আসে তিনি বলেন

কিছুদিন আগেই একটা বোম ফেটেছিল একটা শিশুর মৃত্যু হয়েছিল। মা বোন ও শিশুদের বাঁচা মুশকিল হয়ে গিয়েছে। সন্দেশখালি তে কি হচ্ছে? এটা পুরো দেশ দেখছে। আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি তৃণমূলের কোনো অত্যাচার বাঁচবে না,। তৃণমূল বাংলার যুবকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ভবিষ্যৎ বিক্রি করে দিয়েছে, তৃণমূল বাংলার মা-বাবাদের স্বপ্ন বিক্রি করে দিয়েছে। তৃণমূলের বড় বড় নেতা মন্ত্রী সবাই জেলে রয়েছে। গোটা দেশ চমকে উঠেছিল। তৃণমূল নেতার বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধার হয়েছে। তৃণমূল বাংলায় একটা আসন্ন জেতার অধিকার নেই।