হুগলি, ১০ মে:- সন্দেশখালীর ঘটনায় সুপ্রিম কোর্ট সিবিআই তদন্ত দিয়েছে। অস্ত্র গোলাবারুদ উদ্ধার হয়েছে সন্দেশখালি থেকে। আমার প্রশ্ন হচ্ছে যখন সিবিআই তদন্ত চলছে সুপ্রিমকোর্ট আর হাইকোর্ট তার উপর ভরসা করে বসে আছে। আপনি কেন সেই তদন্তকে টেম্পারিং করছেন। এটা বাংলাকে বদনাম করার কাজ নয়। বাংলার মা বোনেদের ন্যায় দেওয়ার কাজ। আপনি কেন স্টিং অপারেশন করছেন যখন সিবিআই তার নিজের কাজ করছে। হাইকোর্ট সুপ্রিম কোর্টে পিটিশন হয়ে আছে। আপনি স্টিং অপারেশন কেন করছেন এর কারণ কি। স্টিং অপারেশনের মানে কি। আর এস্টিং অপারেশন যে সত্যি তার সার্টিফিকেট কে দেবে। আপনার দেশের আইনের উপর ভরসা নেই।আপনার স্টিং অপারেশনের মানে হল আপনি কাউকে বাঁচাতে চান। না হলে আপনি আইনের উপর ছেড়ে দিতে পারতেন। সুপ্রিম কোর্ট কি বলেছে একজনের জন্য কেন আপনারা এখানে এলেন। আমার প্রশ্ন দিদিকে একজন লোকের জন্য স্টিং অপারেশন করলেন। আপনার ওই শেখ শাহজাহান এতটাই প্রিয় হয়ে গেল। শাহজাহান বলেছেন, আগে কি হয় দেখুন সে প্রসঙ্গে আসামের মুখ্যমন্ত্রী বলেন, চ্যালেঞ্জ করছে বোনেদের।
আমাদের দেশের দুর্ভাগ্য যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুখ্যমন্ত্রী হওয়ার কারণে শেখ শাজাহানরাও বলে আগে দেখুন কি হয়। এটা আসাম হলে এতক্ষণে হিসাব বরাবর হয়ে যেত। কেজরিওয়ালের জামিন প্রসঙ্গে বলেন, সুপ্রিম কোর্ট যেটা বলেছে তাতে উনার যদি আত্মসম্মান থাকতো উনি হাতজোড় করে বলতেন আমার এই জামিন দরকার নেই। সুপ্রিম কোর্ট যে কনডিশান দিয়েছে তাতে যে কেউ বেল নিত না। হেমন্ত বিশ্বশর্মা বলেছেন তিন বছরে আসামকে বদলে দিয়েছি। আগে প্রতিদিন গুলি বোমা চলতো এখন আসাম দেশের মধ্যে এক নম্বর শান্তিপ্রিয় রাজ্য। আমরা চাই পশ্চিমবঙ্গ অন্য বক্স আগে বাড়ুক এবং পশ্চিমবঙ্গ কে দেখে আসাম শিখুক। পশ্চিমবঙ্গের পেট্রোল-ডিজেলের দাম এত বেশি কেন যেখানে ছোট রাজ্য আসাম মেঘালয়ে দাম কম।
আমরা বছরে এক লাখ চাকরি দিয়েছি একটাও হাইকোর্ট হয়নি আর এখানে ২৬০০০ চাকরি হলো সব টাকা উদ্ধার হল কারো ঘর থেকে। এটা কবিগুরুর রাজ্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজ্য এটাকে শেখ শাহজাহানের রাজ্য বানাবেন না। আসামে সন্দেশখালি হলে ২৪ ঘন্টার মধ্যে ট্রিটমেন্ট হয়ে যেত। দূর্নীতি নিয়ে বিজেপির কোনো ফয়দা হওয়ার নেই। দূর্নীতি হওয়াই উচিত নয়। আমি আসামের মুখ্যমন্ত্রী যখন মনিপুরে যাব মনিপুর নিয়ে বলব। এনআরসি হবে ও না।আমরা তো এনআরসি বলিনি আমরা সি এ বলেছি। এনআরসির ভয় মমতা বন্দ্যোপাধ্যায় দেখাচ্ছে। এবআরসির কোনো কথা হয়নি। অমিতদা যেটা বলেছেন সেটা হল হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার আইন। বাংলায় ৩০ টার বেশি আসন পাবে বিজেপি। জ্ঞান বাপি মসজিদে মহাদেবের মন্দির হবে শ্রীকৃষ্ণের মন্দিরও হবে এবার ৪০০ আসন পেলে।