সুদীপ দাস,১১ এপ্রিল:- বিপজ্জনক ছিলো একটি। কিন্তু কোপ গিয়ে পড়লো আরও দুটির ঘারে। যার মধ্যে একটির প্রায় সলিল সমাধি। আর একটি কঙ্কাল সার চেহারা নিয়ে কোনভাবে দাঁড়িয়ে রইলো। লকডাউনের মধ্যেই বিপজ্জনকের আখ্যা দিয়ে কাটা হলো একের পর এক সুবিশাল গাছ। চাঞ্চল্যকর ঘটনাটি চুঁচুড়া থানার চকবাজার এলাকার। ওই এলাকাতেই রাস্তার দুপারে রয়েছে পঃ বঙ্গ সরকারের গর্ভমেন্ট ট্রেনিং কলেজের দুটি ভবন। একপাশের ভবনে থাকা একটি বটগাছের গোড়ায় থাকা কলেজের পরিত্যক্ত চেয়ার-টেবিলে দিন কয়েক আগে আগুন লাগে। সেই আগুনই ছড়িয়ে পরে বটগাছে। গভীর রাত পর্যন্ত দুটি দমকল ইঞ্জিনের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে এলেও পরের দিন আবার দুদফায় গাছ থেকে আগুন বের হতে থাকে। সেসময় আবার দমকল গিয়ে আগন নেভায়। তবে আগুনের তীব্রতায় গাছটির ব্যাপক ক্ষতি হয়।
বেশকয়েকটি ডাল যখন-তখন ভেঙে পরার উপক্রম হয়। নীচেই রয়েছে বাজার। প্রসঙ্গত বছর কয়েক আগে এমনিতেই ওই বটগাছের ডাল ভেঙে দু-দুজন মানুষের প্রান যায়। এহেন পরিস্থিতিতে ওই গাছটির বিপজ্জনক অংশ ছেটে ফেলতে স্থানীয় ব্যাবসায়ীরা এলাকার কাউন্সিলর ঝন্টু বিশ্বাসের দ্বারস্থ হন। ঝন্টুবাবু কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে গাছটির বিপজ্জনক অংশ ছাটার ব্যাবস্থা করেন। কিন্তু আজ সেখানে গিয়ে দেখা গেলো বটগাছটি তো বটেই তার পাশাপাশি রাস্তার অন্য পারে কলেজের ভিন্ন ভবনের ভিতরে অবস্থিত আরও দুটি গাছ কাটা চলছে। যার মধ্যে বাবুল গাছটি সম্পূর্ণ কাটা হয়ে গেছে। আর তার পাশে নিম গাছটির মাথায় দড়ি বাঁধা। আমরা না পৌঁছলে হয়তো শেষ নিঃশ্বাস ত্যাগ করতো। এরপরও যারা গাছ কাটছিলেন তাঁদের বক্তব্য গাছগুলি শুধু ছাটা হয়েছে।বাবুল গাছটি পুরো কাটা হয়ে গেছে। গোরা থেকে কয়েক ফুট দাঁড়িয়ে আছে। সেটার প্রশ্নেও তারা বলেন ওটাও নাকি ছাটা হয়েছে। সেটা থেকে নাকি আমার ডাল বেরোবে। ব্যাবসায়ী সমিতিরও বক্তব্য শুধু বটগাছ নয়, সবকটি গাছই নাকি বিপজ্জনক ছিলো। নিম গাছের একটি ডালও নাকি কয়েকদিন আগে ভেঙে রাস্তায় পরেছিলো। অন্যদিকে এবিষয়ে স্থানীয় কাউন্সিলর ঝন্টু বিশ্বাস বলেন বটগাছটির বিপজ্জনক অংশ শুধু ছাটার কথা বলা হয়েছিলো। আর নিম গাছটা? সেব্যাপারে ব্যাবসায়ী সমিতির মত ডাল ভেঘে পরা নয়, কাউন্সিলর বলেন নিমগাছের ডাল ইলেকট্রিক তারে ঠেকে ছিলো। এরপর বাবুল গাছের প্রসঙ্গ আসতেই কাউন্সিলর বলেন না ওটা ঠিক হয়নি। যারা কেটেছে তাঁদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।Related Articles
গত দশ বছরে বিভিন্ন দপ্তরের বরাদ্দ গড়ে তিন দশমিক এক তিন গুন বৃদ্ধি – মুখ্যমন্ত্রী।
কলকাতা,১০ ফেব্রুয়ারি:- রাজ্য সরকার গত দশ বছরে বিভিন্ন দপ্তরের বরাদ্দ গড়ে তিন দশমিক এক তিন গুন বৃদ্ধি করেছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। আজ বিধানসভায় আগামী অর্থ বছরের বাজেট প্রস্তাব পাস হওয়ার পরে অর্থমন্ত্রী অমিত মিত্র কে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠকে তিনি বলেন এই সময় উচ্চশিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অনগ্রসর শ্রেণী কল্যাণ এর মত বিভিন্ন দপ্তরে […]
হাতি তাড়াতে গিয়ে হাতির হানায় প্রাণ গেল এক যুবকের , আহত এক।
গোয়ালতোড় , ১৯ জুলাই:- হাতি তাড়াতে গিয়ে হাতিরেই হানায় প্রাণ গেল এক যুবকের পাশাপাশি ঘটনায় গুরুতর আহত এক ব্যাক্তি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ের গোহালডাঙ্গা তে । মৃত ওই যুবকের নাম কাল টুডু (২৬)। আহতের নাম সনাতন সরেন । দুজনের বাড়ি গোহালডাঙ্গা তেই । স্থানীয় সুত্রে জানা গিয়েছে গতকাল গোয়ালতোড়ের টাঙ্গাশোলের জঙ্গলে […]
অসুস্থ বাবাকে ঘরে তুলতে নারাজ ভাই , থানার দ্বারস্থ দিদি !
সুদীপ দাস, ১৭ অক্টোবর:- মেয়েকে পড়াশুনা শিখিয়ে বিয়ে দিয়েছেন। ছেলেকেও অনেক কষ্টে বড় করেছিলেন হরিদাস দত্তগুপ্ত। কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর জমানো টাকা সহ ছেলের সহযোগীতায় ঋন নিয়ে বাঁশবেড়িয়ার সুরকি মিলে বাড়ি কিনেছিলেন হরিদাসবাবু। ছেলের সহযোগীতায় ঋন হয়েছিল তাই বাড়িটি ছেলের নামেই কিনেছিলেন তিনি। সেটাই কাল হয়েছে হরিদাসের। বর্তমানে ছেলে সেই বাড়িতেই বাবাকে ঢুকতে দিচ্ছে […]