এই মুহূর্তে জেলা

বেআইনিভাবে গরু পাচার করতে গিয়ে হুগলিতে গ্রেফতার দুই অভিযুক্ত।

প্রদীপ বসু, ২২ এপ্রিল:- বেআইনি ভাবে গরু পাচার করতে গিয়ে গ্রেফতার দুই অভিযুক্ত। রবিবার রাত ১১ টা নাগাত গরু বোঝাই একটি ছোটো হাতি আসছিল দিল্লি রোডের দিক থেকে। গোপন সূত্রে খবর পেয়ে ভদ্রেশ্বর থানার পুলিশ মানকুন্ডু মেন্টাল হাসপাতালের সামনে থেকে গাড়িটিকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সঠিক উত্তর দিতে পারেনি গাড়ি চালক।

এরপর গাড়ি ও ২১ টি ছোটো সাইজের গরু আটক করে দুই যুবককে গ্রেফতার করে ভদ্রেশ্বর থানার পুলিশ। ধৃতদের নাম ২০ বছরের মহম্মদ রেয়ন আর সৈয়দ মুস্তাফা। এদের বাড়ি তেলিনিপাড়ায়। এই গরু গুলি কোথা থেকে কি ভাবে আনছিল আর কোথায় নিয়ে যাচ্ছিল সে ব্যাপারে তদন্তে নেমেছে পুলিশ। গরু গুলিকে খোঁয়াড়ে রেখে দেওয়া হয়েছে।