এই মুহূর্তে জেলা

চাঁদা দিতে না পারায় বেধড়ক মার সাধুকে।

প্রদীপ বসু, ১৬ ফেব্রুয়ারি:- চাঁদা না দিতে পারায় বেধড়ক মার খেল এক সাধু।এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ভদ্রেশ্বরে। জানা যায় ভদ্রেশ্বরের গভরমেন্ট কলোনীর বাসিন্দা শংকর ঘোষ প্রতি দিনের মত শুক্রবার সকালে গঙ্গায় স্নান করার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেয়। গেট বাজারের কাছে কয়েকজন যুবক শংকরের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

এরপর মাথায় মুখে কানে মারতে থাকে। রক্তাক্ত শংকর ওই অবস্থায় ভদ্রেশ্বর থানায় যায় অভিযোগ জানাতে। তারপর পুলিশ তাকে চন্দননগর হাসপাতালে পাঠায়। ডাক্তার দেখিয়ে ফিরে এসে সে বলে সরস্বতী পূজার চাঁদা না দেয়ার জন্য আমাকে মারধোর করেছে। পুলিশ এই ঘটনার তদন্তে নেমে অভিযুক্তদের ধরতে খোঁজখবর করছে।