প্রদীপ বসু ১ ফেব্রুয়ারি:- কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে অশ্লীল মন্তব্য করায় সারা দেশ জুড়ে নিন্দার ঝড় বইছে। এক সভায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি কুরুচীকর মন্তব্য করেন রাহুল গান্ধীর বিরুদ্ধে। তারই প্রতিবাদে বিজেপির রাজ্য বিরোধী দলনেতার বিরুদ্ধে চন্দননগর থানায় এফ আই আর দায়ের করলেন কংগ্রেস নেতৃত্ত্ব ও হিউম্যান রাইটস। এব্যাপারে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সদস্য মানস মুখার্জি জানান
আমরা শুভেন্দু অধিকারির বিরুদ্ধে অভিযোগ করলাম। পাশাপাশি হুগলি জেলার মানবধিকার শাখার সভাপতি সদীপ ঘোষ বলেন সারা বাংলায় মানবধিকার শাখার পক্ষ থেকে শুভেন্দু অধিকারির বিরুদ্ধে থানায় থানায় যে অভিযোগ করা হচ্ছে সেটাই আমরা চন্দননগর থানায় করলাম। চন্দননগর টাউন কংগ্রেসের হিউম্যান রাইটস এর প্রেসিডেন্ট মন্টু দত্তের নেতৃত্বে এই কর্মসূচি নেওয়া হয়।