এই মুহূর্তে জেলা

চাঁপদানির পৌর প্রধানের উদ্যোগে অবশেষে চালু হতে চলেছে পলতা ঘাট।

প্রদীপ বসু, ৪ মার্চ:- দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চালু হতে চলেছে চাঁপদানি পলতা ঘাট। তেলিনিপাড়ায় প্রায় ৫ বছর আগে জেটি দুর্ঘটনায় অনেকের মৃত্যুর ঘটনা ঘটেছে। তারপর থেকে বেশ কিছু অস্থায়িভাবে তৈরি করা ফেরিঘাট বন্ধ করে দিয়েছিল রাজ্য সরকার। ফলে চরম দুর্ভোগের শিকার হয় ফেরি যাত্রীরা। চাঁপদানির পলতা নবাবগঞ্জ ফেরিঘাট থেকে হাজার হাজার মানুষ যাতায়াত করে। ছাত্রছাত্রী থেকে শুরু করে সরকারি বেসরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা, ব্যবসায়ী বিভিন্ন পেশায় নিয়োজিত মানুষ এ পার ও পার করে। কিন্তু এত বছর ফেরিঘাট বন্ধ হওয়াতে তাদের খুব সমষ্যা হত। দূরে শেওড়াফুলি ও ভদ্রেশ্বর বাবুঘাট থেকে তাদের যাতায়াত করতে হয়।

একদিকে সময় অন্যদিকে খরচ বহন করতে যাত্রীদের অসুবিধা হত। এর জন্য ছাত্র ছাত্রীরা রাস্তা অবরোধ করেছিল। কিন্তু কোনো সুরাহা হয়নি। ফেরি যাত্রীদের কথা চিন্তা করে পলতাঘাট চালু করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেন পৌরপ্রধান সুরেশ মিশ্র। চাপদানির ঘাট পাকাপাকি ভাবে তৈরি করা হলেও ওপারে ঘাট তৈরি করতে বিলম্ব হয়। সেখানেও বারংবার গিয়ে এবং পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে দেখা করে চাপদানি পলতা ঘাট চালু করতে এগিয়ে আসেন সুরেশ বাবু। অবশেষে এই ফেরিঘাট চালু হতে চলেছে ৬ মার্চ সকাল ১১ টার সময়। ইতিমধ্যে চলে এসেছে নতুন বড় লঞ্চ। যেখানে ৫০ জন যাত্রী বসতে পারবে। সব মিলিয়ে চাপদানি বাসির কাছে এটা একটা আনন্দের বিষয়। তারাও খুব খুশি এই খবর শুনে।