হুগলি, ২৭ জানুয়ারি:- শ্রমিক অসন্তোষের জেরে প্রায় দু,সপ্তাহ বন্ধ থাকার পর খুলতে চলেছে শ্রীরামপুরের ইন্ডিয়া জুট ফাইন ইউনিট।শনিবার মালিক ও শ্রমিক সংগঠনের ত্রি পাক্ষিক আলোচনার ভিত্তিতে কর্মবিরতির নোটিশ প্রত্যাহার করেন মালিক কর্তৃপক্ষ। এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি শ্রমিক সংগঠনের নেতা কাবুল মুখোপাধ্যায়, কৌশিক চট্টোপাধ্যায়, আইএনটিইউসি সংগঠনের নেতা শম্ভুনাথ রায় ও সিআইটিইউর সুমঙ্গল সিংহ।রবিবার থেকে কারখানার মেন্টেন্যান্সের কাজ শুরু হবে।
শ্রমিক সংগঠন গুলি সূত্রে জানা গিয়েছে শ্রমিক অসন্তোষের কারণে প্রায় বারো দিন আগে কারখানার গেটে কর্ম বিরতির নোটিশ ঝুলিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। এরপর শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়ের হস্তক্ষেপে কারখানা কর্তৃপক্ষের তরফে ভরত জালান শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনায় বসেন। শ্রীরামপুরে কারখানার মধ্যেই ঘন্টা খানেক ত্রিপাক্ষিক আলোচনার পর কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।কারখানা খুলে যাওয়ায় দুই শতাধিক শ্রমিক কাজ ফিরে পেলেন।