কলকাতা, ১৮ জানুয়ারি:- কেন্দ্রীয় সরকার অযোধ্যায় আগামী ২২তারিখ রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিনে দেশ জুড়ে অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে। সরকারের তরফে এক নির্দেশিকায় জানানো হয়েছে, ২২তারিখ দুপুর আড়াইটা পর্যন্ত সব কেন্দ্রীয় সরকারি অফিস, প্রতিষ্ঠান ও শিল্প প্রতিষ্ঠানে অর্ধদিবস ছুটি থাকবে। নির্দেশিকায় বলা হয়েছে, অযোধ্যায় রাম লালার প্রতিষ্ঠা সারা দেশ জুড়ে পালিত হবে।
সরকারি কর্মচারীরা যাতে এই উৎসব উদযাপনে অংশগ্রহণ করতে পারে তার জন্য এই ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যে রাম পুজোর আয়োজনে এত সমস্যা কেন এবং কালীঘাটে পূজোর আয়োজনে পুলিশ কেন আয়োজকদের অনুমতি দিতে অস্বীকার করছে সে বিষয়ে প্রশ্ন তুলেছেন। এক টুইট বার্তায় তিনি বলেন,রামের দেশে রাম পূজোর অনুমতি চেয়ে আয়োজকদের বিভিন্ন জায়গায় দৌড়াতে হচ্ছে, এটা অত্যন্ত লজ্জাজনক।