কলকাতা, ১৮ জানুয়ারি:- আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের দিন রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষায় কী প্রস্তুতি নেওয়া হয়েছে, তা জানতে চেয়ে মুখ্যসচিবকে চিঠি পাঠালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ওই দিন অযোধ্যার রাম মন্দির উদ্বোধনকে ঘিরে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দেশজুড়ে তার প্রচার চলছে।
এ রকম পরিস্থিতিতে বিরোধী রাজনৈতিক দলগুলি শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার উদ্বেগ প্রকাশ করেছে। এই পরিপ্রেক্ষিতে রাজ্যপাল রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়ে জানতে চাইলেন যে, আগামী ২২ তারিখে আইনশৃঙ্খলা রক্ষায় রাজ্যের তরফে কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে।